ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

‘দোয়া করেন যাতে হোয়াইটওয়াশ না হয়’

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০১, ২২ ডিসেম্বর ২০২৩  
‘দোয়া করেন যাতে হোয়াইটওয়াশ না হয়’

দল হিসেবে পারফর্ম করার প্রত্যাশা জানিয়ে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, ‘দোয়া করেন যাতে হোয়াইটওয়াশ না হয়।’

নিউ জিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচের আগে এমন মন্তব্য করেন শান্ত। 

নেপিয়ারে শুক্রবার (২২ ডিসেম্বর) ভোর ৪টায় কিউইদের মুখোমুখি হবে বাংলাদেশ। ২ ম্যাচ জিতে ইতোমধ্যে সিরিজ নিশ্চিত করে ফেলেছে নিউ জিল্যান্ড। শেষ ম্যাচে বাংলাদেশ লড়বে হোয়াইটওয়াশ এড়ানোর জন্য।

আরো পড়ুন:

শান্ত মনে করেন দল হিসেবে পারফর্ম করলে কিউইদের হারানো সম্ভব, ‘আমি প্রতি ম্যাচ একটা সুযোগ হিসেবে দেখি। কাল আরেকটা সুযোগ। আমি এখনো বিশ্বাস করি যে অতীতে যেটা হয়েছে এবার এটা হবে না। এখনো বিশ্বাস আছে এই দলকে হারাতে পারি। ইন্ডিভিজ্যুয়াল পারফরম্যান্স না করে দল হিসেবে পারফর্ম করলে ম্যাচটা জিততে পারবো।’

প্রথম দুই ম্যাচে বাংলাদেশ দল হিসেবে লড়তে পারেনি। বৃষ্টি বিঘ্নিত প্রথম ম্যাচে খেলা হয় ৩০ ওভার। বল হাতে বাংলাদেশের শুরুটা ভালো হলেও পরে খেই হারিয়ে ফেলে। শেষ পর্যন্ত বাংলাদেশ হারে ৪৪ রানে। ব্যাট হাতেও কেউ দায়িত্ব নিয়ে খেলতে পারেননি।

আর দ্বিতীয় ম্যাচে এক সৌম্য সরকার ছাড়া বাংলাদেশের কোনো ব্যাটারই দায়িত্ব নিয়ে খেলতে পারেননি। সৌম্যর ১৬৯ রানের পরও বাংলাদেশ ২৯১ রানে অলআউট হয়। টাইগার বোলারদের নির্বিষ বোলিংয়ে নিউ জিল্যান্ড ৭ উইকেটের জয়ে নিশ্চিত করে সিরিজ।

পেসারদের থেকে ভালো পারফরম্যান্স প্রত্যাশা করছেন বাংলাদেশ অধিনায়ক, ‘এই কন্ডিশনে তো আশা করতেই পারি। শরিফুল যেভাবে বল করেছে সাথে যদি বাকিরা সাপোর্ট দিতো বেটার কিছু হতে পারতো। তাদের জন্যও চ্যালেঞ্জের, এই ধরণের কন্ডিশনে খুব বেশি বল তারা করে না। যতো তাড়াতাড়ি শিখতে পারে সেটা দলের জন্য ভালো।’

রিয়াদ/আমিনুল


সর্বশেষ

পাঠকপ্রিয়