নিউ জিল্যান্ড কোচের প্রশংসা পেলেন সৌম্য
ঘরোয়া লিগে আহামরি কিছু না করেও জাতীয় দলে সুযোগ পাওয়ায় সৌম্য সরকারের সমালোচনা হচ্ছিল বেশ। প্রথম ম্যাচে ডাক মারায় কড়া সমালোচনার মুখে পড়েন তিনি ও কোচ হাথুরুসিংহে। তবে দ্বিতীয় ম্যাচে অনবদ্য ১৬৯ রানের ইনিংস খেলে সমালোচকদের দারুণ জবাব দেন সৌম্য।
এর আগে তার সেই ইনিংস ও ব্যাটিংয়ের প্রশংসা করেছিলেন বর্তমান সময়ের ডাইন্যামিক অলরাউন্ডার রাচীন রবীন্দ্র। আজ শুক্রবার তৃতীয় ম্যাচের আগে সৌম্যকে প্রশংসায় ভাসালেন নিউ জিল্যান্ডের কোচ গ্যারি স্টিডও। তিনি আরও জানিয়েছেন নেলসনের ওই ম্যাচে বাংলাদেশ ৩০-৪০ রান কম করেছিল।
‘সৌম্য সরকার খুবই ভালো খেলেছে। দারুণ ব্যাটিং করেছে। নেলসনের ওই ম্যাচে তারা সম্ভবত ৩০-৪০ রান কম করেছিল। যেটা হয়তো করতে পারতো। তবে কৃতিত্ব আমাদের বোলারদের। তারা বাংলাদেশকে ওই অতিরিক্ত ৩০-৪০ রান করতে দেয়নি। পাশাপাশি পাওয়ার প্লে’তে তিন উইকেট তুলে নিয়ে তাদের চাপে রেখেছিল।’
বাংলাদেশ সময় শনিবার ভোর ৪টায় সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হবে নিউ জিল্যান্ড ও বাংলাদেশ। প্রথম দুই ম্যাচ জিতে ইতোমধ্যে সিরিজ জয় নিশ্চিত করেছে কিউইরা। বাংলাদেশের সামনে এবার হোয়াইটওয়াশ এড়ানোর পালা।
ঢাকা/আমিনুল