ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

জাতীয় দল থেকে ‘এ’ দলে রিংকু

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫১, ২৩ ডিসেম্বর ২০২৩  
জাতীয় দল থেকে ‘এ’ দলে রিংকু

টি-টোয়েন্টিতে আগেই অভিষেক হয়েছিল তার। এরপর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হয় ওয়ানডে অভিষেক। আর অভিষেকেই জিতেন সিরিজ।

মঙ্গলবার থেকে শুরু হবে ভারতের টেস্ট সিরিজ। রিংকু অবশ্য টেস্ট দলে নেই। সে কারণে জাতীয় দল থেকে তাকে পাঠিয়ে দেওয়া হয়েছে ‘এ’ দলে। যে দলটিও বর্তমানে দক্ষিণ আফ্রিকা সফর করছে। আগামীকাল থেকে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে বেনোনিতে তাদের দ্বিতীয় চারদিনের ম্যাচ রয়েছে।

মূলত কুলদীপ যাদবেরও ‘এ’ দলের হয়ে খেলার কথা ছিল। কিন্তু তাকে ছেড়ে দেওয়া হয়েছে। অন্যদিকে হরশিৎ রানা ইনজুরিতে পড়েছেন। রানার পরিবর্তে ‘এ’ দলে নেওয়া হয়েছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলা আবেশ খানকে। এছাড়া ‘এ’ দলের স্কোয়াডে রিংকুসহ তিনজন ব্যাটসম্যানকে যোগ করা হয়েছে। বাকি দুজন হলেন সরফরাজ খান ও রজত পতিদার।

আরো পড়ুন:

অন্যদিকে অভিমন্যু ইশ্বরন ছিলেন ‘এ’ দলে। কিন্তু তাকে সেখান থেকে নিয়ে যাওয়া হয়েছে টেস্ট দলে। রুতুরাজ গায়কোয়াড় ইনজুরিতে পড়ায় সুযোগ পেয়েছেন তিনি। শুধু ইশ্বরন নন, ‘এ’ দলের হয়ে প্রথম চারদিনের ম্যাচে বল হাতে ভালো করা প্রসিদ্ধ কৃষ্ণাও শেষ মুহূর্তে ডাক পেতে পারেন টেস্ট দলে।

২৬ তারিখ থেকে সেঞ্চুরিয়নে শুরু হবে দক্ষিণ আফ্রিকা-ভারতের বক্সিং ডে টেস্ট। যা আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়