ঢাকা     শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৬ ১৪৩১

ইনজুরিতে নাকাল পাকিস্তান, খেলতে পারবেন না আবরার

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০৬, ২৩ ডিসেম্বর ২০২৩   আপডেট: ২২:০৮, ২৩ ডিসেম্বর ২০২৩
ইনজুরিতে নাকাল পাকিস্তান, খেলতে পারবেন না আবরার

পাকিস্তান শিবিরে জেকে বসেছে ইনজুরি আর অসুস্থতা। অস্ট্রেলিয়ার কন্ডিশনে টেস্ট সিরিজের আগে এমন ঘটনায় যারপরনাই বিপাকে সফরকারীরা।

ইনজুরির কারণে নাসিম শাহকে পাওয়া যায়নি দলে। এরপর পিঞ্জরাস্থি (রিব বোন) ও পেটের পেশিতে চিড় ধরায়  পার্থ টেস্টের ছিটকে যান। শনিবার অ্যাপেন্ডিসাইটিস সমস্যার কারণে মেলবোর্ন টেস্ট থেকে ছিটকে যান স্পিনার নোমান আলী। আর রাতে জানা গেল ইনজুরিতে পড়া আবরারকে পাওয়া যাবে না মেলবোর্ন টেস্টে। যদিও আশা করা হচ্ছিল তাকে পাওয়া যাবে।

আবরার ফেরার আপ্রাণ চেষ্টা করলেও শতভাগ দিতে পারছেন না। তার উন্নতি হয়েছে ৫০ শতাংশ। সে কারণে তাকে খেলানো হবে না পরের টেস্টে। ২৫ ডিসেম্বর তার অ্যাসেসমেন্ট হবে। এরপরই জানা যাবে যে ঠিক কবে নাগাদ তিনি খেলতে পারবেন।

আরো পড়ুন:

২৬ তারিখ মেলবোর্নে দ্বিতীয় টেস্ট খেলতে মাঠে নামবে পাকিস্তান ও অস্ট্রেলিয়া।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়