ঢাকা     শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৭ ১৪৩১

মেলবোর্ন টেস্টে বৃষ্টির সম্ভাবনা, কামিন্স বললেন ফল হবে

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২২, ২৫ ডিসেম্বর ২০২৩   আপডেট: ১৪:২৩, ২৫ ডিসেম্বর ২০২৩
মেলবোর্ন টেস্টে বৃষ্টির সম্ভাবনা, কামিন্স বললেন ফল হবে

আগামীকাল থেকে শুরু হতে যাওয়া মেলবোর্ন টেস্টের জন্য আজ সোমবার একাদশ ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। পার্থ টেস্টে ৩৬০ রানে জয় পাওয়া অজিদের দলে কোনো পরিবর্তন আনা হয়নি। অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠ নামবে তারা।

পেস আক্রমণে যথারীতি আছেন প্যাট কামিন্স, মিচেল স্টার্ক ও জশ হ্যাজলেউড। তাতে করে স্কট বোল্যান্ডের সুযোগ পাওয়ার যে সম্ভাবনা ছিল সেটা উড়ে গেল। ২০২১ সালে অ্যাশেজে মেলবোর্নে অভিষেকে ৭ রানে ৬ উইকেট নেওয়া স্কটের প্রশংসা করে কামিন্স বলেন, ‘আমরা স্কটের বড় ভক্ত। এটা অবশ্য গোপনে নয়, প্রকাশ্যেই। সে খেলতে প্রস্তুত। আশা করি হয়তো সে টেস্টের কোনো অংশে খেলবে।’

স্কটকে উদ্দেশ্য করে অধিনায়ক আরও বলেন, ‘এই বার্তাটি তোমার জন্য- তুমি যা করেছে সেটাকে আমরা ভালোবাসি। যদিও দুঃখজনকভাবে তুমি এই টেস্টটি খেলতে পারছো না। তবে থেমে যেও না। কঠোর পরিশ্রম করে যাও এবং প্রস্তুত থাকো।’

আরো পড়ুন:

মেলবোর্ন টেস্টে বৃষ্টি হানা দিতে পারে। বিশেষ করে প্রথম দিন। তবে পরিস্থিতি যাইহোক কামিন্স আশা করছেন ম্যাচে ফল হবে, ‘আমি মনে করি ম্যাচ শেষ করার যথেষ্ট সময় পাবো আমরা। আমার মনে হয় না আবহাওয়া খুব একটা প্রভাব বিস্তার করতে পারবে। উইকেট বেশ ভালো। কিছুটা ঘাস আছে। হয়তো কিছুটা শক্ত। তবে গেল বছর উইকেট যেমন সবুজ দেখেছিলাম এবার ততোটা নেই।’

প্রথম টেস্ট জেতায় সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে অস্ট্রেলিয়া। মেলবোর্ন টেস্ট জিতে সিরিজ জয় নিশ্চিত করতে চায় স্বাগতিকরা।

মেলবোর্ন টেস্টে অস্ট্রেলিয়ার একাদশ:
ডেভিড ওয়ার্নার, উসমান খাজা, মার্নাস ল্যাবুশেন, স্টিভেন স্মিথ, ট্র্যাভিস হেড, মিচেল মার্শ, অ্যালেক্স ক্যারি, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স (অধিনায়ক), নাথান লায়ন ও জশ হ্যাজলেউড।

ঢাকা/আমিনুল


সর্বশেষ

পাঠকপ্রিয়