ঢাকা     শনিবার   ০৫ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ২০ ১৪৩১

‘দ. আফ্রিকায় সিরিজ জিতলেও ফাইনালে হারের যন্ত্রণা মুছবে না’

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১৩, ২৫ ডিসেম্বর ২০২৩   আপডেট: ২০:২৫, ২৫ ডিসেম্বর ২০২৩
‘দ. আফ্রিকায় সিরিজ জিতলেও ফাইনালে হারের যন্ত্রণা মুছবে না’

আগামীকাল থেকে সেঞ্চুরিয়নে শুরু হচ্ছে ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার টেস্ট সিরিজ। যা আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। প্রোটিয়াদের মাটিতে সিরিজ জেতা হবে ভারতের জন্য দারুণ কিছু। কিন্তু অধিনায়ক রোহিত শর্মা জানিয়েছেন এই সিরিজ জিতলেও বিশ্বকাপের ফাইনালে তাদের হারের যন্ত্রণা মুছবে না।

‘আমরা বিশ্বকাপে যেভাবে খেলেছিলাম, তাতে যেকেউ এটা প্রত্যাশা করতেই পারতো যে শেষ পর্যন্ত যেতে পারবো। শিরোপার জন্য আমরা খুবই কঠোর পরিশ্রম করেছিলাম। হয়তো ফাইনালে নির্দিষ্ট কিছু জিনিস আমরা ভালো করতে পারিনি। আসলে এভাবে হেরে যাওয়াটা মেনে নেওয়া কঠিন। তারপরও আপনাকে সামনে এগিয়ে যাওয়ার উপলক্ষ্য খুঁজতে হবে। সামনে এগিয়ে যেতে হবে। আমরা বিশ্বের অনেক জায়গা থেকেই অনুপ্রেরণার বার্তা পেয়েছিলাম। সেটা আমাকে ব্যক্তিগতভাবে বেশ উৎসাহিত করেছিল। একজন ব্যাটসম্যান হিসেবে আমি যতোটা সম্ভব ভালো ব্যাটিং করার চেষ্টা করেছি। এখন সামনে যা আসুক না কেন, আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করবো।’

দক্ষিণ আফ্রিকার মাটিতে কখনো টেস্ট সিরিজ জিতেনি ভারত। জিততে পারলে নিঃসন্দেহে সেটা বিশেষ কিছু হবে। কিন্তু রোহিত মনে করছেন এখানে সিরিজ জয়ও বিশ্বকাপে তাদের হারের যন্ত্রণা মুছতে পারবে না।

আরো পড়ুন:

‘আমরা কখনো এখানে সিরিজ জিততে পারিনি। যদি এবার জিততে পারি তাহলে সেটা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ একটি অর্জন হবে। তবে আমি পুরোপুরি নিশ্চিত নই যে এই সিরিজ জয় আমাদের বিশ্বকাপে হারের যন্ত্রণা মুছে দিতে পারবে। তবে সিরিজ জয়টা নিঃসন্দেহে ইতিবাচক কিছু নিয়ে আসবে।’

ঢাকা/আমিনুল


সর্বশেষ

পাঠকপ্রিয়