ঢাকা     শনিবার   ২৩ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৮ ১৪৩১

পুরো দেশ সৌম্যর বিপক্ষে ছিল, বলছেন হাথুরুসিংহে

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩১, ২৬ ডিসেম্বর ২০২৩   আপডেট: ১৪:৩৪, ২৬ ডিসেম্বর ২০২৩
পুরো দেশ সৌম্যর বিপক্ষে ছিল, বলছেন হাথুরুসিংহে

প্রধান কোচ হিসেবে পুনরায় বাংলাদেশে আসার পর চন্ডিকা হাথুরুসিংহের নানা সিদ্ধান্ত নিয়ে ব্যাপক আলোচনা হয় দেশজুড়ে। তার মধ্যে অন্যতম সৌম্য সরকারকে দলে ফেরানোর তোড়জোড়। সমালোচনায় পিঁছু হটেননি এই লঙ্কান কোচ।

এশিয়া কাপ ও বিশ্বকাপের আসরে না রাখলেও রেখেছেন বিশ্বকাপের আগে পরে দুই নিউ জিল্যান্ড সিরিজে। এর আগে খেলিয়েছেন ইমার্জিং এশিয়া কাপেও। সৌম্য ছিলেন ব্যর্থতার বৃত্তে। নিউ জিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে অসাধারণ এক সেঞ্চুরিতে সৌম্য দিয়েছেন তার সামর্থ্যের প্রমাণ।

ফর্মে ফেরার এই কৃতিত্ব সৌম্যকে দিয়ে হাথুরুসিংহে জানান, পুরো দেশ সৌম্যর বিপক্ষে ছিল, ‘আমি না ও নিজেই নিজেকে ফিরিয়েছে। দ্বিতীয় ওয়ানডের আগে এটা সৌম্যর জন্য ছিল- হয় মারো, না হয় মরো। এটা প্রমাণ করে সে মানসিকভাবে কতটা শক্তিশালী। সে জানতো পুরো দেশ তার বিপক্ষে ছিল। সে যদি ব্যর্থ হতো তাহলে কি হতো সেটা আমরা জানি না।’

আরো পড়ুন:

নিউ জিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে সৌম্য খেলেন রেকর্ডে মোড়ানো ক্যারিয়ারের সেরা ইনিংস। ১৫১ বলে তার ব্যাট থেকে আসে ১৬৯ রান। এই ইনিংসের পর সৌম্য বলেছেন, ‘হয়তোবা সে (হাথুরুসিংহে) আমাকে ভালো বোঝে। যে জন্য ছোট এক কথা বলেছে যা আমার জন্য ক্লিক করেছে।’

তবে রানে ফেরার পুরো কৃতিত্ব সৌম্যকেই দিয়েছেন হাথুরুসিংহে, ‘আমরা যে কাজটা ভালো করেছি সেটা হলো আমরা তাকে বিশ্বাস করেছি, তাকে আত্মবিশ্বাস জুগিয়েছি এবং পুরো দল তাকে সমর্থন দিয়েছে। তাতে মনে হয়ে সে ফর্ম ফিরে পেয়েছে।’

রিয়াদ/আমিনুল


সর্বশেষ

পাঠকপ্রিয়