ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

বিশ্বকাপ নজরে রেখে টি-টোয়েন্টি মিশনে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২০, ২৬ ডিসেম্বর ২০২৩   আপডেট: ২২:৪১, ২৬ ডিসেম্বর ২০২৩
বিশ্বকাপ নজরে রেখে টি-টোয়েন্টি মিশনে বাংলাদেশ

২০২৩, ভারত বিশ্বকাপে ব্যর্থতার রেশ এখনো কাটেনি। তদন্ত কমিটির কার্যক্রম থমকে আছে নির্বাচনী ডামাডোলে। সময় বয়ে যাচ্ছে স্রোতের মতো। দুয়ারে কড়া নাড়ছে এবার টি-টোয়েন্টি বিশ্বকাপ। ছয় মাস আগে নিউ জিল্যান্ডের বিপক্ষে শুরু হচ্ছে সেই বিশ্বকাপের প্রস্তুতি।

ম্যাকলিন পার্কে বুধবার (২৬ ডিসেম্বর) দুপুর ১২টা ১০ মিনিটে টি-টোয়েন্টে সিরিজের প্রথম ম্যাচে কিউইদের মুখোমুখি হবে বাংলাদেশ। নজরে বিশ্বকাপের প্রস্তুতি রেখে বাংলাদেশের লক্ষ্য কিউইদের মাটিতে ইতিহাস গড়া।

নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান ব্যস্ত নির্বাচনী কাজে। তবে অন্তর্বর্তী দায়িত্ব পালন করা নাজমুল হোসেন শান্তর মুখেও সেই বিশ্বকাপের প্রস্তুতির কথা। শান্তর তালে সুর মিলিয়েছেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেও।

আরো পড়ুন:

অধিনায়ক শান্ত বলেন, ‘এটি বিশ্বকাপের প্রস্তুতির শুরু। সবাই সিরিজ খেলতে মুখিয়ে আছে, আশা করি, সবাই ভালো করবে।’

বিশ্বকাপের পরিকল্পনা নিয়ে শান্ত থেকে যেন এক ধাপ এগিয়ে প্রধান কোচ, আমরা টি-টোয়েন্টি বিশ্বকাপের দিকে নজর রাখতে চাই। আমরা এখান থেকেই আমাদের পরিকল্পনাটা করতে চাই। এখন থেকে আমরা ১১টি ম্যাচ খেলতে পারব, সাথে বিপিএলও আছে। আমরা আমাদের কম্বিনেশনটা বের করার চেষ্টা করব, বিশ্বকাপে আমরা কিভাবে খেলতে চাই সেটার ভূমিকাও দিয়ে দেয়া হবে। এটাই আসলে পরিকল্পনা।’

আসছে বছর যুক্তরাষ্ট্র-ওয়েস্ট ইন্ডিজে মাঠে গড়াবে ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণের এই বিশ্বকাপ। অধিনায়ক সাকিব না থাকলেও নিউ জিল্যান্ড থেকেই বিশ্বকাপে বাংলাদেশের কম্বিনেশন কেমন হবে, সেটির কাজ শুরু হবে। বিশ্বকাপ প্রস্তুতির শুরুতে কিউইদের বিপক্ষে কঠিন চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছে লাল-সবুজের দল।

ওয়ানডেতে নিউ জিল্যান্ডের মাটিতে জয়ের ইতিহাস ছিল না। ২৩ ডিসেম্বর নেপিয়ারে হারের বৃত্ত ভেঙে দাপুটে জয়ের দেখা পায় বাংলাদেশ। টি-টোয়েন্টিতেও ঠিক। ৯ ম্যাচ খেলে সবকটিতে মাঠ ছাড়তে হয়েছে হার নিয়ে।

অধিনায়ক শান্ত বলেন, ‘আরেকটি কঠিন সিরিজ খেলতে মুখিয়ে আছি। বাংলাদেশ তিন ম্যাচেই ভালো খেলেছে, প্রতিদ্বন্দ্বিতামূলক সিরিজ ছিল। শেষ ম্যাচে বিশেষ করে, পিচে সহায়তা ছিল একটু, তারা দারুণ বোলিং করেছে, ভালো জায়গায়। জয়টা তাদের প্রাপ্য ছিল।’

রিয়াদ/আমিনুল


সর্বশেষ

পাঠকপ্রিয়