‘এখন যারা প্রশংসা করছে তারা ৩-৪ মাস আগে গালি দিচ্ছিলো’
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরিয়নে প্রথম টেস্টে সেঞ্চুরি করেছেন ভারতের লোকেশ রাহুল। তার সেঞ্চুরিতেই লড়াই করার মতো পুঁজি পেয়েছে ভারত। অথচ সাদা পোশাকের দলে তার জায়গা নিয়েই অনিশ্চয়তা ছিল একটা সময়। ফর্মে ফিরে সেই সময়ের কথাই মনে করালেন ভারতের উইকেটরক্ষক ব্যাটার।
বছরের শুরুর দিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে বোর্ডার-গাভাস্কার সিরিজে তার সহ-অধিনায়কত্ব কেড়ে নেয়া হয়েছিল। এরপর আইপিএলে পাওয়া ঊরুর চোটে লম্বা সময় মাঠের বাইরে। তার প্রত্যাবর্তনের মঞ্চ হয়ে আসে এশিয়া কাপ। নিজের ফিরে আসার গল্পই শোনালেন রাহুল।
রাহুল বলেন, ‘ইনজুরির সময় আমি দীর্ঘ সময়ের জন্য খেলা থেকে দূরে ছিলাম। তখন নিজেকে নিয়ে কাজ করেছি। ফিরে আসার চেষ্টা করেছি। আমি বুঝতে পেরেছিলাম যে আমার নিজেকে পরিবর্তন করা উচিত নয়। নিজের উপর বিশ্বাস রেখেছিলাম। কাজ করে গিয়েছিলাম। এটি সবচেয়ে কঠিন ব্যাপার ছিল।’
সেঞ্চুরিয়নে ১৩৭ বলে ১০১ রানের ইনিংসের পর সবার প্রশংসা পাচ্ছেন রাহুল। অথচ তারাই ৩-৪ মাস আগে রাহুলকে গালা দিয়েছিলেন জানিয়ে এই ব্যাটার বলেন, ‘আজ সেঞ্চুরি করেছি তাই মানুষ প্রশংসা করছে। এরাই ৩-৪ মাস আগে গালি দিচ্ছিল। এটি খেলার অংশ, কিন্তু এটা আপনাকে প্রভাবিত করবেই। ব্যাপারটা যত তাড়াতাড়ি বুঝতে পারবেন,ততোই আপনার জন্য ভালো।’
সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে দূরে থাকাই ভালো জানিয়ে রাহুল আরও বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেকে প্রকাশ করার কোন মানে নেই। যারা বলতে চায় তারা এখনও তা বলবে। খেলাধুলায় আপনার পারফরম্যান্সই একমাত্র আপনাকে নেতিবাচক মন্তব্য থেকে দূরে রাখতে পারে। আমি আমার খেলা এবং পারফরম্যান্সের উপর ফোকাস রাখার চেষ্টা করছি।’
ঢাকা/বিজয়