ঢাকা     শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

ছিটকে গেলেন লিটন দাস

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫০, ২৯ ডিসেম্বর ২০২৩   আপডেট: ১২:১১, ২৯ ডিসেম্বর ২০২৩
ছিটকে গেলেন লিটন দাস

হ্যামস্ট্রিংয়ের চোটে ছিটকে গেছেন লিটন দাস। নিউ জিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে এই উইকেটরক্ষক ব্যাটারকে ছাড়া খেলতে নামবে বাংলাদেশ। 

মাউন্ট মঙ্গানুইয়ে শুক্রবার (২৯ ডিসেম্বর) দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে কিউইদের মুখোমুখি বাংলাদেশ। এই ম্যাচ জিতলেই বাংলাদেশের সিরিজ নিশ্চিত হবে। গুরুত্বপূর্ণ এই ম্যাচে লিটনকে না পাওয়া সফরকারীদের জন্য বড় ধাক্কা।

বাংলাদেশ দলের ফিজিও কিয়েরন থমাস এক বিবৃতিতে জানিয়েছেন, ‘এমআরআইয়ের পর লিটনের ডান হ্যামস্ট্রিংয়ে লো-গ্রেড স্ট্রেইন দেখা গেছে। দ্বিতীয় ম্যাচে তাকে পাওয়া যাবে না। শুরু হয়েছে লিটনের পুনর্বাসন প্রক্রিয়া।’

আরো পড়ুন:

প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের জয়ে বড় ভূমিকা রাখেন লিটন। ব্যাট হাতে ওপেনিংয়ে নেমে দলকে জিতিয়ে তবে মাঠ ছাড়েন। অপরাজিত ছিলেন ৪৮ রানে। এ ছাড়াও লিটন না থাকায় উইকেটরক্ষক সংকটও দেখা দিয়েছে। উইকেটের পেছনে দেখা যেতে পারে রনি তালুকদারকে। ঘরোয়া ক্রিকেটে তার উইকেট কিপিংয়ের অভিজ্ঞতা রয়েছে।

ঢাকা/রিয়াদ/বিজয়


সর্বশেষ

পাঠকপ্রিয়