ঢাকা     শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

ইংলিশ ফুটবলারের বাড়িতে চুরি, কোটি টাকার অলঙ্কার উধাও

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৩, ৩০ ডিসেম্বর ২০২৩   আপডেট: ১৪:২৫, ৩০ ডিসেম্বর ২০২৩
ইংলিশ ফুটবলারের বাড়িতে চুরি, কোটি টাকার অলঙ্কার উধাও

সাম্প্রতিক সময়ে ইউরোপের তারকা ফুটবলাদের বাড়িতে চুরি-ডাকাতি যেন নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এবার চুরির ঘটনা ঘটেছে ম্যানচেস্টার সিটির ইংলিশ মিডফিল্ডার জ্যাক গ্রিলিশের বাড়িতে। এভারটন–ম্যানসিটি ম্যাচ চলাকালে ঘটেছে এই ঘটনা। খবর ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান-এর।

জানা গেছে, বুধবার রাতে এভারটনের বিপক্ষে সিটির ৩-১ গোলে জেতা ম্যাচটি চেশায়ারের বাসায় বসে খেলা দেখছিলেন তার পরিবারের সদস্যরা। হঠাৎ ওপরের তলায় হট্টগোল ও কুকুরের চিৎকার শুনতে পান। আতঙ্কিত হয়ে তারা ঘরের নিরাপত্তায় থাকা ‘প্যানিক বাটন’ চাপ দেন এবং লুকিয়ে পড়েন।

খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় এবং হেলিকপ্টার দিয়ে পুরো এলাকায় অভিযান চালায়। তবে তার আগেই বিপদ যা হওয়ার হয়ে গেছে। পুলিশ আসার আগেই ১ মিলিয়ন পাউন্ডের (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৪ কোটি টাকা) স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায় চোর।

আরো পড়ুন:

এই ঘটনায় অবশ্য বসে থাকেনি চেশায়ার পুলিশ। তারা অপরাধীকে খুঁজে বের করতে তদন্তে নেমে গেছে। পুলিশ ঘটনাস্থল এবং আশপাশের এলাকায় তল্লাশি চালিয়েছে কিন্তু সন্দেহভাজন কাউকে খুঁজে পায়নি। এই ঘটনায় বাসার কাউকে কোন ক্ষতির মুখে পড়তে হয়নি। এছাড়া কাউকে গ্রেপ্তারও করা হয়নি। তবে এ ঘটনায় তদন্ত চালিয়ে যাচ্ছে।

এর আগে ডিসেম্বরের শুরুতে প্রিমিয়ার লিগ ক্লাব ওয়েস্ট হ্যামের ডিফেন্ডার কুর্ট জুমার বাসায়ও ঘটেছিল চুরির ঘটনা।তারও আগে রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগোর বাড়িতেও ঢুকে পড়েছিল চোর। কোপা দেল রের ফাইনাল জেতার পর বাড়ি ফিরে জানতে পারেন, চোর সবকিছু এলোমেলো করে রেখেছে।

ঢাকা/বিজয়

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়