ওয়ালটন আন্তর্জাতিক রেটিং দাবা
দ্বিতীয় রাউন্ড শেষে শীর্ষে ২৯ জন
ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে চলছে ‘ওয়ালটন আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতা-২০২৩।’
আজ রোববার বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়াকক্ষে প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়। দ্বিতীয় রাউন্ডের খেলায় মোতুর্জা মাহাথির ইসলাম গ্র্যান্ড মাস্টার রিফাত বিন সাত্তারকে পরাজিত করেন। মোতুর্জা মাহাথির ইসলাম কালো ঘুঁটি নিয়ে খেলে ২০ চালে গ্র্যান্ড মাস্টার রিফাত বিন সাত্তারকে পরাজিত করেন।
দ্বিতীয় রাউন্ডের খেলা শেষে ২৯ জন খেলোয়াড় পূর্ণ ২ পয়েন্ট করে নিয়ে মিলিতভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন। এরা হলেন- গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান, ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া, ফিদে মাস্টার মনন রেজা নীড় ফিদে মাস্টার সুব্রত বিশ্বাস, আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন, অনত চৌধুরী, ফিদে মাস্টার শেখ নাসির আহমেদ, ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগ, ফিদে মাস্টার মো. শরীফ হোসেন, জুনিয়র চ্যাম্পিয়ন ক্যান্ডিডেট মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ, ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমান, স্বর্নাভো চৌধুরী, মহিলা ফিদে মাস্টার ওয়াদিফা আহমেদ, ক্যান্ডিডেট মাস্টার মো. শওকত বিন ওসমান শাওন, ক্যান্ডিডেট মাস্টার মো. আবজিদ রহমান, ফিরোজ আহমেদ, ফিদে মাস্টার মো. সাইফ উদ্দীন, সোহাগ হোসেন, মোহাম্মদ শফিকুল ইসলাম, মো. শফিকুল ইসলাম, মো. মুতাকাব্বির, মো. জিলানী হোসেন মোল্লাহ, মহিলা ক্যান্ডিডেট মাস্টার আহমেদ ওয়ালিজা, এম.এম. জহিরুল ইসলাম, ক্যান্ডিডেট মাস্টার মো. সাজিদুল হক, মো. আনোয়ার হোসেন দুলাল, মোর্তুজা মাহাথির ইসলাম, মোহাম্মদ সেলিম ও নীলাভা চৌধুরী।
আগামীকাল সোমবার বেলা ১১টা থেকে একই স্থানে তৃতীয় রাউন্ডের খেলা শুরু হবে।
৭ দিনব্যাপী এ দাবা প্রতিযোগিতা আগামী ৫ জানুয়ারি শুক্রবার পর্যন্ত চলবে। প্রতিযোগিতার খেলা ৯ রাউন্ড সুইস-লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। এ প্রতিযোগিতার বিজয়ীদের মোট নগদ এক লক্ষ ছিয়াত্তর হাজার টাকা অর্থ পুরস্কার দেওয়া হবে।
এই প্রতিযোগিতার মিডিয়া পার্টনার এটিএন বাংলা, এটিএন নিউজ ও আরটিভি। ইভেন্ট পার্টনার মার্সেল। আর অনলাইন পার্টনার রাইজিংবিডি ডটকম।
ঢাকা/আমিনুল