ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

বেনজেমা ‘নিখোঁজ’, ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট ‘উধাও’

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৫, ১ জানুয়ারি ২০২৪   আপডেট: ১১:৪৫, ১ জানুয়ারি ২০২৪
বেনজেমা ‘নিখোঁজ’, ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট ‘উধাও’

গেল বছর স্পেন ছেড়ে সৌদি আরবে পাড়ি জমিয়েছেন ফ্রান্স তারকা করিম বেনজেমা। রিয়াল মাদ্রিদ ছেড়ে নাম লিখিয়েছেন সৌদি প্রো লিগের ক্লাব আল ইত্তিহাদে। তবে ক্লাবের কোচ ও সমর্থকদের সঙ্গে সম্পর্কটা ভালো যাচ্ছে না তার। এবার হঠাৎ করেই নিখোঁজ হয়ে গেছেন ফ্রান্সের এই ফুটবলার।

গত বুধবার সৌদি প্রো লিগে মুখোমুখি হয়েছিল আল নাসর ও আল ইত্তিহাদ। ঘরের মাঠ জেদ্দার প্রিন্স আবদুল্লাহ আল ফয়সাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে আল নাসরের কাছে ৫-২ ব্যবধানে হেরে যায় লিগের বর্তমান চ্যাম্পিয়ন আল ইত্তিহাদ। এই ম্যাচের পর থেকেই বেনজেমার খোঁজ পাচ্ছে না কেউ!

সৌদি সংবাদমাধ্যমগুলোর খবর, ওই ম্যাচের পর থেকে বেনজেমাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। বৃহস্পতি ও শুক্রবার আল ইত্তিহাদের অনুশীলনেও আসেননি। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও মুছে ফেলেছেন ৩৬ বছর বয়সী এই ফরোয়ার্ড। যেখানে তার ৭ কোটি ৬০ লাখ অনুসারী ছিল।

আরো পড়ুন:

বেনজেমার সঙ্গে দলের কোচের ঝামেলার জের ধরে অনেকের অনুমান, সৌদি আরবে আর বেশিদিন থাকছেন না বেনজেমা। তবে স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা ও ফরাসি ক্রীড়া দৈনিক লে’কিপ জানিয়েছে, বিশেষ পরিস্থিতিতে ক্লাবের কাছ থেকে তিন দিন ছুটি চেয়ে নিয়েছেন বেনজেমা। তাদের দাবি, পায়ের চোটে পড়েছেন বেনজেমা। তাও অনুশীলনে যাননি।

সৌদি প্রো লিগে ২০২২-২৩ মৌসুমের চ্যাম্পিয়ন আল ইত্তিহাদ। কিন্তু ২০২৩-২৪ মৌসুমের অর্ধেক পেরোতেই শিরোপার লড়াই থেকে ছিটকে গেছে তারা। ২৮ পয়েন্ট নিয়ে আছে তালিকার ৭ নম্বরে। শীর্ষে থাকা আল হিলালের পয়েন্ট ৫৩। বাকি ১৫ ম্যাচে আল হিলালের সঙ্গে ২৫ পয়েন্ট ব্যবধান ঘুচিয়ে ইত্তিহাদের শীর্ষে ওঠা অসম্ভব!

এবারের মৌসুমে লিগে ১৫ ম্যাচে ৯টি গোল ও ৫টি গোলে সহায়তা করেছেন বেনজেমা। সব প্রতিযোগিতা মিলিয়ে ২০ ম্যাচে তার গোল ১২টি। এখন দেখার বিষয়, বেনজেমা ফিরে এসে কি সিদ্ধান্ত নেন।

ঢাকা/বিজয়

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়