ঢাকা     শনিবার   ০৬ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২২ ১৪৩১

ফ্লাইট মিস করে ট্রলের শিকার হাফিজ

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৬, ২ জানুয়ারি ২০২৪  
ফ্লাইট মিস করে ট্রলের শিকার হাফিজ

পাকিস্তান ক্রিকেট দলের ডিরেক্টর মোহাম্মদ হাফিজ ফ্লাইট মিস করেছেন। দলের সঙ্গে তার সিডনি যাওয়ার কথা ছিল। কিন্তু উড্ডয়নের একঘণ্টা আগে বিমানবন্দরে যাওয়ায় তাকে ও তার স্ত্রীকে আর বোর্ডিং পাস দেওয়া হয়নি। অবশ্য পরবর্তীতে তারা দুজন অন্য ফ্লাইট ধরে সিডনি পৌঁছান।

হাফিজের এই ঘটনা নিয়ে ট্রল করে আইসল্যান্ড ক্রিকেট। সামাজিক যোগাযোগ মাধ্যমে পাকিস্তানের সাবেক এই অলরাউন্ডারের ছবি দিয়ে তারা লিখে, ‘পুরোটাই ট্যালেন্ট। এতো বড় ট্যালেন্ট যে অজি এয়ারলাইন্স ধারণ করার ক্ষমতা রাখে না।’

বাংলাদেশ সময় বুধবার ভোরে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-পাকিস্তান। শেষ টেস্টের একাদশে দুটি পরিবর্তন এনেছে পাকিস্তান। ইমাম-উল-হকের পরিবর্তে খেলবেন সিয়াম আইয়ুব। অভিষেক হতে যাচ্ছে তার। আর শাহীন আফ্রিদিকে বিশ্রাম দিয়ে খেলানো হবে সাজিদ খানকে।

শাহীন আগের দুই ম্যাচে ৯৯.২ ওভার বোলিং করেন। যা দুই দলের খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়