ঢাকা     শনিবার   ২৩ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৮ ১৪৩১

বিপিএলে হবে রান বন্যা, থাকবে ডিআরএস

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:১০, ৩ জানুয়ারি ২০২৪  
বিপিএলে হবে রান বন্যা, থাকবে ডিআরএস

বিপিএলের ২০২৪ আসর পাবে ব্যাটিংবান্ধব উইকেট। হবে রান বন্যা। শুধু তাই নয় একেবারে শুরু থেকেই থাকবে ডিআরএস। বুধবার (০৩ জানুয়ারি) টুর্নামেন্ট টেকনিক্যাল কমিটি এমনটাই জানিয়েছে।

এদিন ভেন্যু ম্যানেজারদের সঙ্গে মিটিং করে টেকনিক্যাল। সেখানে তারা ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট বানানোর তাগিদ দেয়। যাতে করে প্রত্যেকটি ম্যাচে বেশি বেশি রান হয়।

এ বিষয়ে টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান রকিবুল হাসান বলেন, ‘আজকে আমরা ভেন্যু ম্যানেজার ও কিউরেটরদের সঙ্গে বসেছিলাম। বিপিএলে ম্যাচ হলো তিন ঘণ্টার। দর্শকরা কিন্তু তিন ঘণ্টাই খেলা দেখতে চায়। তারা দুইঘণ্টার ম্যাচ চায় না। আমরা ভেন্যু ম্যানেজার ও কিউরেটরদের এই বার্তাটিই দিয়েছি। যাতে করে এবার উইকেটগুলো ব্যাটিং ফ্রেন্ডলি হয়। যাতে করে ব্যাটসম্যানরা পর্যাপ্ত রান করতে পারে।’

আরো পড়ুন:

তিনি আরও বলেন, ‘এবার শুরু থেকেই ডিআরএস থাকবে।’

সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান মাহবুব আনামও। তিনিও জানিয়েছেন ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটের কথা। যাতে করে জাতীয় দলের ক্রিকেটাররা বিপিএল খেলে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য নিজেদের প্রস্তুত করতে পারে।

সাতটি দলের অংশগ্রহণে আগামী ১৯ জানুয়ারি থেকে মাঠে গড়াবে বিপিএলের দশম আসর। চলবে মার্চ পর্যন্ত।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়