শ্রীলঙ্কার নতুন টেস্ট অধিনায়ক ধনঞ্জয়া
বিশ্বকাপের পর শ্রীলঙ্কা ক্রিকেটে ব্যাপক রদবদল এসেছে। ইতোমধ্যে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে নতুন অধিনায়ক ঘোষণা করেছে তারা। ওয়ানডে দলেও এসেছে বড়সড় পরিবর্তন। এবার টেস্ট অধিনায়কের নামও জানালো শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। সাদা পোশাকে দলের নেতৃত্ব সামলাবেন ধনঞ্জয়া ডি সিলভা।
টেস্টে অধিনায়ক বদলের বিষয়টি নিশ্চিত করেছেন এসএলসি’র নির্বাচক কমিটির চেয়ারম্যান উপুল থারাঙ্গা। দিমুথ করুনারত্নের জায়গায় দায়িত্ব পেয়েছেন ধনঞ্জয়া। শ্রীলঙ্কার ১৮তম টেস্ট অধিনায়ক হিসেবে অভিষেকের অপেক্ষায় এই অলরাউন্ডার।
বেশ কয়েক বছর ধরেই শ্রীলঙ্কার ব্যাটিং লাইনের অবিচ্ছেদ্য অংশ ধনঞ্জয়া। শ্রীলঙ্কার হয়ে খেলেছেন ৫১ টেস্ট। তাতে ব্যাট হাতেও দেখা পেয়েছেন সাফল্যের। করেছেন ১০ শতক ও ১৩ অর্ধশতক। এছাড়াও ওয়ানডে খেলেছেন ৯০টি, টি-টোয়েন্টি ৩৯টি। কোনো সংস্করণেই এখনও নেতৃত্বের অভিজ্ঞতা নেই তার।
এর আগে বুধবার (৩ জানুয়ারি) ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের চূড়ান্ত দল ঘোষণা করেছে এসএলসি। সেই দলে অবশ্য জায়গা হয়নি ধনঞ্জয়ার। তিনিসহ বিশ্বকাপে খেলা ৯ জন বাদ পড়েছেন। মূলত নতুনদের নিয়েই সীমিত ফরম্যাটে আগাতে চায় শ্রীলঙ্কা।
নতুন নির্বাচক কমিটি হওয়ার পর এই নিয়ে তিন সংস্করণেই শ্রীলঙ্কার নেতৃত্বের পরিবর্তন এলো। কদিন আগেই ওয়ানডে অধিনায়ক করা হয়েছে কুশল মেন্ডিসকে, টি-টোয়েন্টির দায়িত্ব পেয়েছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। এবার সাদা পোশাকে ধনঞ্জয়া।
নতুন অধিনায়ককে অভিনন্দন জানিয়েছেন বিদায়ী অধিনায়ক দিমুথ করুনারত্নে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে করুনারত্নে লেখেন, ‘সন্তোষজনক ও স্মরণীয় সময় শেষে শ্রীলঙ্কার টেস্ট দলের দায়িত্ব শেষ পর্যন্ত তুলে দিচ্ছি তোমার হাতে ধনঞ্জয়া ডি সিলভা। তোমার চেয়ে ভালো আর কে হতে পারে! আমার চোখে যে দুর্দান্ত এক অলরাউন্ড অ্যাথলেট।’
তিনি আরও লেখেন, ‘ধনা, আমি তোমাকে এত বছর ধরে দেখেছি খুবই পরিণত ও দারুণ একজন ক্রিকেটার হিসেবে বেড়ে উঠতে ও গড়ে উঠতে। স্মার্ট, ঠান্ডা মানসিকতার এবং খুবই চতুর ক্রিকেট মস্তিষ্কের একজন। মাঠের ভেতরে ও বাইরে তুমি প্রতিবারই নিজের হাসিটুকু দিয়ে তুমি মানিয়ে নাও। আমার দৃঢ় বিশ্বাস, শ্রীলঙ্কার টেস্ট ক্রিকেট খুব নিরাপদ হাতেই পড়েছে এবং তোমার অধিনায়কত্বের সময়টায় আরও এগিয়ে যাবে। এটা নিশ্চিত যে, মাঠের ভেতরে-বাইরে তোমার পাশে আমাকে পাবে।’
ঢাকা/বিজয়