ঢাকা     শুক্রবার   ০৮ নভেম্বর ২০২৪ ||  কার্তিক ২৪ ১৪৩১

হ্যাজলউডের এক ওভারেই পাকিস্তানের সর্বনাশ

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৮, ৫ জানুয়ারি ২০২৪   আপডেট: ১৪:২৪, ৫ জানুয়ারি ২০২৪
হ্যাজলউডের এক ওভারেই পাকিস্তানের সর্বনাশ

সিডনি টেস্টের দ্বিতীয় দিন বৃষ্টির কল্যাণে কিছুটা এগিয়ে ছিল অস্ট্রেলিয়া। তৃতীয় দিন আমের জামালের দুর্দান্ত বোলিংয়ে প্রথম ইনিংসে অজিদের ২৯৯ রানে গুটিয়ে দিয়ে ১৪ রানের লিড নেয় পাকিস্তান। তবে লিড বড় করতে নেমে মুখ থুবড়ে পড়েছে তারা। জশ হ্যাজেলউডের এক ওভারেই সর্বনাশ হয়ে যায় শান মাসুদের দলের।

১৪ রানে এগিয়ে থেকে ব্যাট করতে নেমেই প্রথম ওভারে মিচেল স্টার্কের ভেতরে ঢোকানো দুর্দান্ত এক ডেলিভারিতে বোল্ড আবদুল্লাহ শফিক (০)। পরের ওভারে জশ হ্যাজলউডকে উইকেট দিয়ে আসেন শান মাসুদ। তৃতীয় উইকেট জুটিতে প্রতিরোধ গড়ে তোলেন বাবর আজম ও সাইম আইয়ুব।

তৃতীয় উইকেটে ৫৭ রান যোগ করেন বাবর-সাইম। ৩৩ রানে সাইম দিনের শেষ ভাগে ফিরে গেলেও পাকিস্তানের দুশ্চিন্তা তেমন ছিল না। কারণ, তখনো সেট ব্যাটসম্যান বাবর আজম উইকেটে আগলে দাঁড়িয়ে। কিন্তু দিনের শেষ ভাগে বাবর, সৌদ শাকিল, সাজিদ খান ও আগা সালমানের উইকেট শেষ পর্যন্ত এলোমেলো করে দেয় পাকিস্তানকে। 

আরো পড়ুন:

আঘাতটা করেন হ্যাজলউড।  ১ ওভারেই ৩ উইকেট নিয়ে পাকিস্তানের মিডল অর্ডার মুড়ে দেন এই পেসার। দলীয় ৫৮ থেকে ৬৭-এই ৯ রান তুলতে পাকিস্তান হারিয়েছে ৫ উইকেট। ৭ উইকেটে ৬৮ রানে তৃতীয় দিনের খেলা শেষ করেছে পাকিস্তান, তাদের লিড এখন ৮২ রানের। আগামী কাল চতুর্থ দিনে ব্যাট করতে নামবেন মোহাম্মদ রিজওয়ান ও আমের জামাল।

এর আগে তৃতীয় দিনের শুরুটা ভালো করেও উইকেট হারায় অজিরা। মারনাস লাবুশেন ও স্টিভেন স্মিথ নিজেদের জুটিকে ৭৯ রানে উন্নীত করার পর বিচ্ছিন্ন হন। ৩৮ রান করা স্মিথ উইকেট দেন মির হামজাকে। পরের ওভারেই লাবুশেন (৬০) আউট হলে অস্ট্রেলিয়ার বড় সংগ্রহের পথটা বন্ধ হয়ে যায়। 

ষষ্ঠ উইকেটে ৮৪ রানের জুটিতে লিড নেওয়ার চেষ্টা করেছিলেন মিচেল মার্শ ও অ্যালেক্স ক্যারি। ৫৪ রান করা মার্শকে জামাল তুলে নেওয়ার পরের ওভারে ক্যারিকেও (৩৮) আউট করেন স্পিনার সাজিদ। শেষ দিকে ১০ রান তুলতে দ্রুত ৫ উইকেট হারায় স্বাগতিকেরা। জামাল ৬ উইকেট নেন ৬৯ রানে। ৩২ রানে ২ উইকেট সালমানের।

সংক্ষিপ্ত স্কোর (তৃতীয় দিন শেষে)
পাকিস্তান ১ম ইনিংস: ৭৭.১ ওভারে ৩১৩ (রিজওয়ান ৮৮, জামাল ৮২; কামিন্স ৫/৬১, স্টার্ক ২/৭৫)
অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ২৯৯ (লাবুশেন ৬০, মার্শ ৫৪ ; আমের ৬/৬৯, সালমান ২/৪৩)।
পাকিস্তান ২য় ইনিংস: ৭/৬৮ (সাইম ৩৩, বাবর ২৩ ; হ্যাজলউড ৪/৯, স্টার্ক ১/১৫)

ঢাকা/বিজয়


সর্বশেষ

পাঠকপ্রিয়