নতুন রূপে পুরোনো হেরাথ!
বিশ্বকাপের পর ঘরের মাঠে নিউ জিল্যান্ড সিরিজে স্পিন কোচ রঙ্গনা হেরাথের সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চুক্তি শেষ হয়। এই স্পিন কিংবদন্তিকে আবারও কাজ করার প্রস্তাব দিয়েছে বিসিবি, তবে সেটি জাতীয় দলের স্পিন কোচ হিসেবে নয়!
হেরাথকে দেশের বিভিন্ন বয়সভিত্তিক স্পিনারদের নিয়ে কাজ করর জন্য প্রস্তাব দিয়েছে ক্রিকেট বোর্ড। বিসিবির প্রস্তাবনা অনুযায়ী, বছরে দুইশ দিন দেশের বিভিন্ন পর্যায়ের স্পিনারদের নিয়ে কাজ করবেন বাংলাদেশ দলের সাবেক এই কোচ।
এদিকে ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে হেরাথ জানিয়েছেন, তিনি আইনজীবীর সঙ্গে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নেবেন। এ ছাড়া হেরাথ নিজের আগ্রহের কথাও প্রকাশ করেন।
‘আমি সেভাবে কাজ করতে বেশ আগ্রহী। আমাদের বেশি স্পিন বোলিং কোচ নেই। একই সঙ্গে কোচ হিসেবে আমার আমার জ্ঞান এবং দক্ষতা ভাগাভাগির জন্য এই মুহুর্তে আমি কাজ করে যেতে চাই।’
২০২১ সালের জুনে হেরাথকে বিশ্বকাপ পর্যন্ত স্পিন কোচ হিসেবে নিয়োগ দেয় বিসিবি। ৩০ নভেম্বর তার চুক্তি শেষ হয়। এ সময় টেস্ট সিরিজ চলায় হেরাথ কাজও করেন বাড়তি কিছুদিন। এবার তাকে অন্য দায়িত্ব দিয়ে আনতে চাইছে বোর্ড।
রিয়াদ/আমিনুল