ঢাকা     রোববার   ০৫ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২১ ১৪৩১

টি-টোয়েন্টি সিরিজে অধিনায়ক রোহিত, ফিরলেন কোহলিও

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩১, ৭ জানুয়ারি ২০২৪  
টি-টোয়েন্টি সিরিজে অধিনায়ক রোহিত, ফিরলেন কোহলিও

আফগানিস্তানের বিপক্ষের ঘরের মাঠে সিরিজের জন্য আজ রোববার (০৭ জানুয়ারি) দল ঘোষণা করেছে ভারত। এই সিরিজ দিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে ফিরলেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া সিরিজে অধিনায়ক হিসেবেই ফিরেছেন রোহিত। তার সঙ্গে ফিরেছেন কোহলিও। এই দুইজন সবশেষ ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে খেলেছিলেন। এরপর আর খেলা হয়নি তাদের।

রোহিত-কোহলি ফিরলেও ইনজুরির কারণে দলে নেই সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া ও রুতুরাজ গায়কোয়াড়। এর ফলে সুযোগ পেয়েছেন সঞ্জু স্যামসন। তিনি ইনিংসের গোড়াপত্তন করবেন।

রবীন্দ্র জাদেজা সুযোগ পাননি টি-টোয়েন্টি দলে। তবে অক্ষর প্যাটেল ও ওয়াশিংটন সুন্দর স্পিন অলরাউন্ডার হিসেবে দলে আছেন। যথারীতি আছেন শুভমান গিল, যশস্বী জয়সওয়াল, জিতেশ শর্মা ও ইশান কিষাণ।

আরো পড়ুন:

দক্ষিণ আফ্রিকার বিপক্ষের সিরিজে সুযোগ না পাওয়া শিবাম দুবে সুযোগ পেয়েছেন আফগানিস্তান সিরিজে। আগের দুই সিরিজে তিলক ভার্মা সুযোগ কাজে লাগাতে না পারলেও সুযোগ পেয়েছেন আরও একবার।

ভারতের টি-টোয়েন্টি স্কোয়াড:
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, জশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, তিলক ভার্মা, রিংকু সিং, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), শিবাম দুবে, ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, রবি বিষ্ণোই, কুলদীপ যাদব, আরশদীপ সিং, আবেশ খান ও মুকেশ কুমার।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়