আইসিসির মাস সেরা ক্রিকেটার মনোনয়নে তাইজুল
নতুন বছরের শুরুতে পুরনো বছরের সাফল্যের স্বীকৃতির অপেক্ষায় বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটার তাইজুল ইসলাম। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) ডিসেম্বর মাসের সেরা ক্রিকেটারের মনোনয়ন পেয়েছেন জাতীয় দলের বাঁহাতি স্পিনার। সোমবার (০৮ জানুয়ারি) দুপুরে এক বিবৃতি দিয়ে মনোনয়ন পাওয়া ক্রিকেটারদের নাম প্রকাশ করা হয়। তাইজুলের সঙ্গে এ তালিকায় আছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স এবং নিউ জিল্যান্ডের গ্লেন ফিলিপস।
ডিসেম্বরে ঘরের মাঠে নিউ জিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে ১৫ উইকেট নিয়েছিলেন তাইজুল। হয়েছিলেন সিরিজ সেরা। বল হাতে ঘূর্ণি জাদুতে মুগ্ধ করে তাইজুল যে সাফল্য পেয়েছিলেন তাতে উঠে এসেছেন মাস সেরা খেলোয়াড়দের মনোনয়নে।
অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স ২০২৩ সালে যা চেয়েছেন তাই পেয়েছেন। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ, ওয়ানডে বিশ্বকাপ এবং অ্যাশেজ। বছরের শেষ মাসেও তার ছিল পারফরম্যান্সের ধারাবাহিকতা। পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে ৩ উইকেট নিয়ে বক্সিং ডে টেস্টে পেয়েছেন ১০ উইকেট। সঙ্গে ২৫০ টেস্ট উইকেটের মাইলফলকও ছুঁয়েছেন। সঙ্গে ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার জিতেছেন। এছাড়া অস্ট্রেলিয়াকেও তুলেছেন টেস্ট র্যাংকিংয়ের শীর্ষে।
নিউ জিল্যান্ডের গ্লেন ফিলিপস বাংলাদেশের বিপক্ষে সিরিজে দারুণ পারফর্ম করেছেন। ব্যাটিংয়ে নিজের ঝলক তো দেখিয়েছেনই, বোলিংয়ে রীতিমত সবাইকে চমকে দিয়েছেন। সিলেটে প্রথম ম্যাচে ৪২ ও ৬২ রানের দুটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। পরবর্তীতে দ্বিতীয় টেস্টে ৮৭ রানের ইনিংস খেলে দলকে জেতাতে বড় ভূমিকা রাখেন। ১৮১ রান করে সিরিজে নিউ জিল্যান্ডের সর্বোচ্চ স্কোরার ছিলেন। এছাড়া বল হাতে পেয়েছিলেন ৮ উইকেট।
মাস সেরা ক্রিকেটার মনোনয়ন পাওয়া খুব বড় বিষয় নয় বাংলাদেশের ক্রিকেটারদের জন্য। সাকিব, লিটন, তাসকিন, মোস্তাফিজ, মিরাজ এর আগেও মনোনয়ন পেয়েছেন। পুরস্কারও মিলেছে দুয়েকজনের। এবার সেই তালিকায় যুক্ত হলেন তাইজুল। মনোনয়নের পর পুরস্কারও পান কিনা সেটাই দেখার।
ইয়াসিন/আমিনুল