ঢাকা     শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৬ ১৪৩১

মাশরাফি-সাকিবকে সংবর্ধনার পরিকল্পনা বিসিবির

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০০:০৫, ১০ জানুয়ারি ২০২৪   আপডেট: ০৮:১৬, ১০ জানুয়ারি ২০২৪
মাশরাফি-সাকিবকে সংবর্ধনার পরিকল্পনা বিসিবির

নব্য নির্বাচিত সাংসদ সাকিব আল হাসান ও পুনরায় সাংসদ নির্বাচিত হওয়া মাশরাফি বিন মুর্তজাকে সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। জানালেন বোর্ডের পরিচালক ও ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস। 

রাজনীতির ময়দানে প্রথমবার মাঠে নেমে বাজিমাত করেছেন সাকিব। বিপুল ভোটে জিতেছেন মাগুরা-২ আসন থেকে। ২০১৮ সালে একই অভিজ্ঞতা হয়েছে মাশরাফির। নড়াইল-২ আসন থেকে টানা দুইবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ক্রিকেট মাঠের এই দুই তারকাকে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিবি সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা করছে। মাঠের ক্রিকেটের পর জনপ্রতিনিধি হিসেবে তাদের যে জনপ্রিয়তা তাতে অভিভূত বিসিবি। 

জালাল ইউনুস বলেছেন, ‘আমরা দুজনকেই স্বাগত জানাই। এখন হয়তো তাদের খেলা আছে। তবে একটা পর্যায়ে তারা খেলা ছেড়ে দেবে। সাকিবও হয়তো কয়েক বছরের মধ্যে খেলা ছেড়ে দেবে। তখন আমার মনে হয়, তারা পূর্ণ সময় দিয়ে নিজের এলাকার জন্য, দেশের জন্য কাজ করবে এবং ভালোই করবে। আমার মনে হয়, তারা এই সিদ্ধান্ত যে নিয়েছে, খুব ভালো সিদ্ধান্ত।’

আরো পড়ুন:

‘আমরা এখনও (সংবর্ধনা দেওয়ার ব্যাপারে) চিন্তা ভাবনা করিনি। হয়তো সামনে যে বোর্ড সভা আছে, তখনই... অবশ্যই তাদের (মাশরাফি ও সাকিব) সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা আমাদের ভাবনায় আছে। তবে কিভাবে কী করব, সেটা এখনই বলতে পারছি না।’ – যোগ করেন তিনি। 

গত পাঁচ বছরে নড়াইলের চেহারা আমূল পরিবর্তন করেছেন মাশরাফি। এবারও নির্বাচনে জনগণের সেই ভালোবাসা প্রকাশ পেয়েছে ব্যালট বক্সে। মাশরাফিকে জিতিয়ে আবার নড়াইলের দায়িত্ব দিয়েছে তার কাঁধে। মাশরাফির কাজের প্রশংসা করে জালাল ইউনুস যোগ করেন, ‘মাশরাফি পাঁচ বছরের একটা মেয়াদ শেষ করেছে এরই মধ্যে। তারপর আবার নতুনভাবে আরেক মেয়াদে এমপি হয়েছে। মাশরাফির মধ্যে আগে থেকেই একটা নেতৃত্বগুণ ছিল এবং সে তার এলাকায় ভালো করছিল। এটা অবশ্যই আনন্দের খবর যে ক্রিকেটের একজন ব্যক্তিত্ব জনগণের প্রতিনিধি হিসেবে নিজের এলাকায় ভালো কাজ করছে। এতে অবশ্যই আমরাও আনন্দিত।’

সাকিবও একই সাফল্যধারায় মাগুরাকে এগিয়ে নেবে বিশ্বাস করেন তিনি, ‘এবার সাকিব এমপি হয়েছে। সাকিবও অনেক পেশাদার ও প্রতিভাবান ক্রিকেটার। তার দায়িত্ব সে ভালোই বোঝে। আমি তাদের (নির্বাচনী প্রচারণা) দেখছিলাম। তার কথাবার্তা, গণমানুষের সঙ্গে সংযোগ দেখছিলাম। সে যেভাবে ক্রমেই উন্নতি করেছে, সব ভালোভাবে সামলে নিয়েছে... এখানে সাকিব সফল হবে। একজন জনপ্রতিনিধি হিসেবে সেও নিজের এলাকায় সফল বলে মনে করি।’ 


 

ঢাকা/ইয়াসিন


সর্বশেষ

পাঠকপ্রিয়