ঢাকা     বুধবার   ০৩ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৯ ১৪৩১

এবার রনির লক্ষ্য ‘বেশি ম্যাচ উইনিং পারফরম্যান্স’

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১০, ১০ জানুয়ারি ২০২৪  
এবার রনির লক্ষ্য ‘বেশি ম্যাচ উইনিং পারফরম্যান্স’

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) কেবল নতুন খেলোয়াড়ই খুঁজে বের করে না বরং পুরোনো খেলোয়াড়কে কাঙ্খিত গন্তব্যে পৌঁছে দেয়। যেমনটা হয়েছে গত আসরে রনি তালুকদারের ক্ষেত্রে। বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে ১৩ ম্যাচে ১২৯.১৭ স্ট্রাইক রেটে ৪২৫ রান করে রনি আট বছর পর জাতীয় দলে ফেরেন।

ফিরে নিজের পারফরম্যান্স দিয়ে পায়ের নিচের জমিন শক্ত করেছেন। জাতীয় দলে ফেরার চিন্তা দীর্ঘদিন ধরেই ঘুরছিল তার মাথায়। বিপিএলকে লক্ষ্য বানিয়ে দারুণ পারফর্ম করে নিজের ঠিকানায় পৌঁছেছেন। এবারের বিপিএলে তার লক্ষ্য আরও উচুঁতে। এবার সর্বোচ্চ রান করার টার্গেট স্থির করেছেন মারকুটে এ ওপেনার।

বুধবার (১০ জানুয়ারি) রংপুর রাইডার্সের জার্সিতে দ্বিতীয় দিনের অনুশীলন শেষে রনি বলেছেন, ‘প্রতিবারই আমার একটা পরিকল্পনা থাকে। এবারও একই রকম পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে চাই। আমি চাই যেন ম্যাচ জেতানো ইনিংস খেলতে পারি, এটাই আমার মূল লক্ষ্য। আমার পরিকল্পনা আছে সবর্বোচ্চ রান করার। তার চেয়েও বেশি আমি ম্যাচ উইনিং পারফরম্যান্স করতে চাই।’

জাতীয় দলে রনির ঠিকানা কেবল টি-টোয়েন্টি ফরম্যাট। এ বছরই যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে বসবে টি-টোয়েন্টির মহাযজ্ঞ টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্বকাপে চোখ রেখে অনেকেই নিজের পরিকল্পনা সাজানো, ভাবনা শুরু করেছে। তবে হাতে যথেষ্ট সময় থাকায় রনি বিশ্বকাপ নিয়ে এখনই ভাবতে রাজি নন, ‘এখনও বিশ্বকাপের অনেক বাকি। তার আগে অনেক সিরিজ আছে। সেগুলো বাদ দিয়েও আমি এখন সম্পূর্ণ ফোকাসটাই বিপিএল নিয়ে করছি।’

গতবার রংপুর চ্যাম্পিয়ন হতে পারে। দ্বিতীয় কোয়ালিফায়ারে সিলেটের কাছে হেরে থেমে যায় তাদের চ্যাম্পিয়ন মিশন। এবার শিরোপার আক্ষেপ মেটাতে চান রনি, ‘আমাদের একটা ব্যালেন্স টিম তৈরি হয়েছে। রংপুর চ্যাম্পিয়ন হওয়ার জন্য দল তৈরি করে। আমার চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলবো। চ্যাম্পিয়ন হতে হলে আপনাকে ধারাবাহিকভাবে ভালো খেলতে হবে। আমাদের এখন মাঠের পারফরম্যান্স করতে হবে। আমরা চাইবো মাঠে ভালো কিছু করার।’

দল পরিবর্তন করে সাকিব যোগ দিয়েছেন রংপুরে। সাকিবের যোগদানে দল আরও ভারসাম্যপূর্ণ হয়েছে বলে বিশ্বাস রনির, ‘সাকিব আল হাসান নাম্বার ওয়ান প্লেয়ার, এটা আপনারাও জানেন। উনি থাকায় আমাদের দলের ভারসম্য তৈরি হয়েছে।’

ইয়াসিন/আমিনুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়