ইংল্যান্ডের ব্যাটিং পরামর্শক দিনেশ কার্তিক
ইংল্যান্ড লায়ন্স দলের ব্যাটিং পরামর্শক হচ্ছেন দিনেশ কার্তিক। তবে সেটি মাত্র ৯ দিনের জন্য। আজ বুধবার এমনটাই জানা গেছে।
১২ জানুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত ইংল্যান্ড লায়ন্স ভারত সফর করবে। এই সফরে ভারত ‘এ’ দলের বিপক্ষে তারা তিনটি চারদিনের ম্যাচ খেলবে।
এই সফরের ম্যাচ শুরুর আগের ৯দিন ইংল্যান্ড লায়ন্স দলের ব্যাটিং পরামর্শক হিসেবে কাজ করবেন কার্তিক। মূলত লায়ন্সের ব্যাটিং পরামর্শক ইয়ান বেলের পরিবর্তে কাজ করবেন তিনি। বেল বর্তমানে বিগ ব্যাশ লিগে মেলবোর্ন রেনেগেটসের সঙ্গে আছেন। তার অবর্তমানে লায়ন্সের প্রধান কোচ নেইল কিলেনের সঙ্গে কাজ করবেন কার্তিক। লায়ন্সের সহকারী কোচ হিসেবে আরও আছেন রিচার্ড ডওসন ও কার্ল হপকিনসন। গ্রায়েম সোয়ান আছেন মেন্টর হিসেবে।
কার্তিকের কাজ হবে ভারতীয় কন্ডিশনে কিভাবে ভালো করা যায় সেটি নিয়ে কাজ করা। যাতে করে এই সফরে ভালো করতে পারে ইংল্যান্ড লায়ন্স।
ইংল্যান্ড লায়ন্স স্কোয়াড:
জশ বোহানন (অধিনায়ক), কেসি অ্যালড্রিজ, ব্রাইডন কার্স, জ্যাক কার্সন, জেমস কোলন, ম্যাট ফিশার, কিয়েটন জেনিংস, টম লয়েস, অ্যালেক্স লিস, ড্যান মুসলি, ক্যালাম পার্কিনসন, ম্যাট পটস, ওলি প্রাইস, জেমস র ও ওলি রবিনসন।
ঢাকা/আমিনুল