ঢাকা     বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১১ ১৪৩১

ওসাসুনাকে হারিয়ে ফাইনালে রিয়ালের মুখোমুখি বার্সেলোনা

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২২, ১২ জানুয়ারি ২০২৪   আপডেট: ০৯:২৬, ১২ জানুয়ারি ২০২৪
ওসাসুনাকে হারিয়ে ফাইনালে রিয়ালের মুখোমুখি বার্সেলোনা

স্প্যানিশ সুপার কাপে আগেই ফাইনাল নিশ্চিত করে রেখেছিল রিয়াল মাদ্রিদ। তাদের অপেক্ষা ছিল প্রতিপক্ষের। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) রাতে ওসাসুনাকে হারিয়ে দর্শকদের আরেকটি ‘এল ক্লাসিকো’ উপহার দিলো বার্সেলোনা। রবার্ট লেভানডোভস্কি ও লামিনে ইয়ামালের গোলে ২-০ ব্যবধানে জিতেছে জাভি হার্নান্দেজের দল।

সৌদি আরবের রিয়াদের কিং সাউদ ইউনিভার্সিটি স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষের ওপর প্রভাব বিস্তার করতে থাকে বার্সেলোনা। তাতে অষ্টম মিনিটে প্রথম ভালো সুযোগ পায় তারা। তবে বক্সের বাইরে থেকে ফেরান তোরেসের ডান পায়ের শট পোস্টের সামান্য বাইরে দিয়ে যায়। 

এরপর একের পর এক সুযোগ হেলায় হারাতে থাকে বার্সেলোনা। ২৮তম মিনিটে সুযোগ হারান সার্জিও রবার্তো। বার্সেলোনার গোলপোস্ট লক্ষ্য করে ওসাসুনা সর্বপ্রথম আক্রমণ করে ম্যাচের ৩৯তম মিনিটে। তবে আন্তে বুদিমিরের বাঁ পায়ের শট ফিরিয়ে দেন বার্সেলোনা গোলরক্ষক ইনাকি পেনা।

আরো পড়ুন:

গোল মিসের মহড়ায় প্রথমার্ধ গোলশূন্য সমতায় শেষ হয়। দ্বিতীয়ার্ধেও আক্রমণে আধিপত্য ধরে রাখে বার্সেলোনা। তাতে ম্যাচের ৫৯তম মিনিটে গোলের দেখা পায় তারা। ইলকাই গুন্ডোয়ানের থ্রু বল ধরে বক্সে ঢুকে প্রতিপক্ষের তিন খেলোয়াড়কে ফাঁকি দিয়ে বল জালের জড়ান লেভানডোভস্কি।

৬৮তম মিনিটে দারুণ এক আক্রমণে বক্সে ঢুকে শট নেন জোয়াও ফেলিক্স, ঝাঁপিয়ে ব্যর্থ করে দেন ওসাসুনার গোলরক্ষক। ৭৮তম মিনিটে বুদিমিরের আরেকটি প্রচেষ্টা রুখে দেন পেনা। নির্ধারিত সময়ের পর যোগ করা সময়ের তৃতীয় মিনিটে ফেলিক্সের পাস থেকে জয় নিশ্চিত করেন ইয়ামাল।

আগামী রোববার (১৪ জানুয়ারি) ফাইনালে বার্সেলোনার প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। প্রথম সেমিফাইনালে নগর প্রতিদ্বন্দ্বী অ্যাথলেটিকো মাদ্রিদকে ৫-৩ গোলে হারিয়েছে কার্লো আনচেলত্তির শিষ্যরা। ফাইনালে তাদের সামনে প্রতিশোধ নেওয়ার সুযোগ। আগের মৌসুমে রিয়ালকে হারিয়েই ১৪তম সুপার কাপ জিতেছিল বার্সেলোনা।

ঢাকা/বিজয়


সর্বশেষ

পাঠকপ্রিয়