নেইমারকে ছাড়া খেলতে শিখতে হবে: দোরিভাল
ব্রাজিলের নতুন কোচ দোরিভাল জুনিয়র নেইমারের বেশ প্রশংসা করেছেন। তাকে বিশ্বের সেরা তিনজন ফুটবলারের একজন বলেছেন। পাশাপাশি এও বলেছেন বিশ্বকাপ বাছাইপর্বে ধুঁকতে থাকা ব্রাজিলকে নেইমারকে ছাড়াই খেলতে শিখতে হবে। শুধু তাই নয়, যারা ইনজুরিতে পড়বে তাদের ছাড়াও খেলতে শিখতে হবে।
দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের পয়েন্ট টেবিলে ব্রাজিল বর্তমানে আছে ষষ্ঠ স্থানে। যেটা হচ্ছে সরাসরি বিশ্বকাপে খেলার শেষ স্থান। এর একধাপ নিচে থেকে বাছাইপর্ব শেষ করলে ব্রাজিলকে মহাদেশীয় প্লে-অফ খেলতে হবে।
ছয় ম্যাচ খেলে ব্রাজিল জিতেছে মাত্র দুটিতে। হেরেছে তিনটিতে। ড্র করেছে একটি ম্যাচে। তবে বিশ্বকাপ বাছাইপর্ব নিয়ে এখন ভাবছেন না দোরিভাল। কারণ, তার প্রথম লক্ষ্য হবে কোপা আমেরিকায় ভালো করা।
নেইমারকে ছাড়াই খেলতে শেখার বিষয়ে তিনি বলেন, ‘নেইমারকে ছাড়াই খেলতে শিখতে হবে। তাকে ছাড়াই এগিয়ে যেতে হবে। কারণ, বর্তমানে সে ইনজুরিতে আছে। আমাদের দলে বিশ্বের সেরা তিনজন ফুটবলারের একজন (নেইমার) আছে। যখন সে পুরোপুরি ফিট থাকবে তখন কেবল তাকে গোনায় ধরতে পারবো।’
গেল অক্টোবরে আন্তর্জাতিক ম্যাচ খেলার সময় লিগামেন্টের ইনজুরিতে পড়েন ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার। আল হিলালের এই ফরোয়ার্ডের ইতোমধ্যে অস্ত্রোপচার হয়েছে। আশা করা হচ্ছে আগস্টের মধ্যে পুরোপুরি সেরে উঠবেন তিনি। সেক্ষেত্রে কোপা আমেরিকার মতো বড় টুর্নামেন্টে তাকে পাবে না সেলেসাওরা।
দোরিভাল বলেন, ‘নিঃসন্দেহে নেইমার আমাদের জন্য গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তবে ততোক্ষণ পর্যন্ত যতোক্ষণ সে সুস্থ, পুরোপুটি ফিট এবং খেলায় পূর্ণ মনোযোগী।’
ব্রাজিলের কোচ হিসেবে মার্চে প্রথমবার ডাগ আউটে দাঁড়াবেন দোরিভাল। এ সময় ওয়েম্বলিতে ইংল্যান্ডের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে তার শিষ্যরা
ঢাকা/আমিনুল