ঢাকা     বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১০ ১৪৩১

বার্সেলোনাকে হারাতে বোনাস ঘোষণা রিয়াল সভাপতির

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৬, ১৩ জানুয়ারি ২০২৪   আপডেট: ১২:২৯, ১৩ জানুয়ারি ২০২৪
বার্সেলোনাকে হারাতে বোনাস ঘোষণা রিয়াল সভাপতির

স্পেনের ফুটবল পাড়ায় লড়াই মানেই বার্সেলোনা আর রিয়াল মাদ্রিদ। এই দুই দলের লড়াই দেখতে মুখিয়ে থাকেন দর্শকরা। স্প্যানিশ সুপার কাপে আরও একবার মুখোমুখি হতে যাচ্ছে এই দুই দল। তাতে খেলোয়াড়দের তাঁতিয়ে দিতে মোটা অঙ্কের বোনাস ঘোষণা করেছেন রিয়াল মাদ্রিদের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ।

স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্ত এর খবর অনুযায়ী, শিরোপা ট্রফি জিততে পারলে প্রত্যেক খেলোয়াড় পাবেন দেড় লাখ ইউরো। মোট ৪০ লাখ ইউরো খেলোয়াড়দের সঙ্গে পাবেন কোচিং স্টাফের সদস্যরাও। এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য স্প্যানিশ ফেডারেশন থেকে প্রাপ্য অর্থের অর্ধেক-ই বোনাস।

আগামী রোববার (১৪ জানুয়ারি) সৌদি আরবের রিয়াদের কিং সাউদ ইউনিভার্সিটি স্টেডিয়ামে ফাইনালের লড়াইয়ে নামবে দুই দল। এর আগে গত বুধবার প্রথম সেমি-ফাইনালে অ্যাথলেটিকো মাদ্রিদকে ৫-৩ গোলে হারিয়ে ফাইনালে উঠে রিয়াল। পরদিন দ্বিতীয় সেমি-ফাইনালে ওসাসুনার বিপক্ষে ২-০ গোলে জেতে বার্সেলোনা। 

আরো পড়ুন:

রিয়াল সভাপতির পুরস্কার ঘোষণার পেছনে অবশ্য কারণও রয়েছে। গত আসরের ফাইনালে বার্সেলোনার কাছে ৩-১ গোলে হেরেছিল রিয়াল। এবার প্রতিশোধ নেওয়ার পালা। শিরোপা পুনরুদ্ধার করার লড়াইয়ে খেলোয়াড়দের দলকে অনুপ্রাণিত করতেই হয়তো বোনাস ঘোষণা করেছেন পেরেজ।

ঢাকা/বিজয়


সর্বশেষ

পাঠকপ্রিয়