ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৭ ১৪৩১

তৃতীয় টি-টোয়েন্টির দলে ক্লার্কসনের জায়গায় ইয়াং

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৯, ১৩ জানুয়ারি ২০২৪   আপডেট: ১৫:৩৬, ১৩ জানুয়ারি ২০২৪
তৃতীয় টি-টোয়েন্টির দলে ক্লার্কসনের জায়গায় ইয়াং

পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে নিউ জিল্যান্ড শিবিরে হানা দিয়েছে চোট। তৃতীয় ম্যাচের আগে চোটে পড়েছেন নিউ জিল্যান্ডের অলরাউন্ডার জস ক্লার্কসন। তার জায়গায় দলে ডাক পেয়েছেন টপ অর্ডার ব্যাটসম্যান উইল ইয়াং।

তৃতীয় টি-টোয়েন্টিতে নিউ জিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসনের জায়গায় খেলার কথা ছিল ক্লার্কসনের। কিন্তু ভাগ্য সহায় হয়নি এই ব্যাটিং অলরাউন্ডারের। নিউ জিল্যান্ডের ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতা সুপার স্ম্যাশ-এ সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের হয়ে খেলার সময় কাঁধে চোট পেয়েছেন ক্লার্কসন।

তৃতীয় ম্যাচে না থাকলেও সিরিজের শেষ দুই ম্যাচে নিউ জিল্যান্ড দলে ফিরবেন উইলিয়ামসন। ক্রাইস্টচার্চে ১৯ জানুয়ারি চতুর্থ ম্যাচ এবং ২১ জানুয়ারি পঞ্চম ও শেষ ম্যাচ। প্রথম ম্যাচে পাকিস্তানকে ৪৬ রানে হারিয়ে সিরিজে এগিয়ে গেছে স্বাগতিকরা।

আরো পড়ুন:

এর আগে দল থেকে ছিটকে গেছেন স্পিনার মিচেল স্যান্টনার। করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় প্রথম ম্যাচে স্যান্টনার খেলতে পারেননি। তৃতীয় ম্যাচের আগে স্যান্টনার সুস্থ হয়ে উঠতে না পারলে এই ম্যাচে কিউইদের অধিনায়কত্ব কে করবেন, সেটি এখনো জানা যায়নি। আপাতত আইসোলেশনে আছেন স্যান্টনার।

ঢাকা/বিজয়


সর্বশেষ

পাঠকপ্রিয়