ঢাকা     বুধবার   ০৩ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৯ ১৪৩১

ফেরার সুযোগ প্রতিটি কাজে লাগাতে চান শামীম

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪৬, ১৪ জানুয়ারি ২০২৪  
ফেরার সুযোগ প্রতিটি কাজে লাগাতে চান শামীম

অমিত সম্ভাবনা নিয়ে আসা শামীম হোসেন পাটোয়ারী নিজের নামের প্রতি এখনো সুবিচার করতে পারেননি। কালেভাদ্রে দুয়েকটি ম্যাচে জ্বলে উঠলেও বেশিরভাগ সময়ই থাকেন আড়ালে। অনিয়মিত, অধারাবাহিক পারফরম্যান্সের কারণে দল থেকে বাদ পড়ার ঘটনাও রয়েছে। আর ফিরে এসে দুয়েকটি ভালো পারফরম্যান্স করে আলো কেড়েও নিয়েছেন বাঁহাতি ব্যাটসম্যান।

তবে পায়ের নিচের মাটি এখনো শক্ত না করায় তার সামর্থ্যের সবটুকু এখনও দেখা মেলেনি। তাতে বারবার সুযোগ হারাচ্ছেন এ ক্রিকেটার। যুব বিশ্বকাপজয়ী শামীম এবারের বিপিএলে বড় লক্ষ্য স্থির করে মাঠে নেমেছেন। গতবার মাঝারি মানের পারফরম্যান্স করে দলকে চ্যাম্পিয়ন করাতে পারেননি। এবার আগের পারফরম্যান্সকে ছাড়িয়ে যেতে চান। নিজের দল রংপুর রাইডার্সকে করতে চান চ্যাম্পিয়ন। তার সঙ্গে নিজের পারফরম্যান্সের ধারাবাহিকতা চান।

এজন্য ফেরার প্রতিটি সুযোগ কাজে লাগানোর প্রত্যয় তার, ‘আমি শেষ কয়েকটা ম্যাচেই টানা ভালো খেলেছি। একটা-দুইটা ম্যাচ খারাপ হতেই পারে। আপসেট হওয়ার কিছু নেই। নিজেকে ফিরে পাওয়ার আরও অনেক সুযোগ আছে।’

শামীমের মেলে ধরার পেছনে বড় ‘বাঁধা’ তার ব্যাটিং পজিশন। টি-টোয়েন্টিতে লোয়ার অর্ডারে ব্যাটিং করতে হয় বলে সময় কম পান। বাড়তি ঝুঁকি নিয়ে ব্যাটিং করতে হয়। ডেথ ওভারে রান তোলার কাজটা কঠিন। সেই কাজে ভাগ্যকেও পাশে থাকতে হয়। তবে যারা সফল হন তারা এই কঠিন পথ পেরিয়েই সফল হন। অজুহাতের কোনো জায়গা নেই। তাই শামীমকেও সেই পথ পাড়ি দিতে হবে সর্বোচ্চ সাফল্য পেতে হলে। এবার শুধু ভালো ব্যাটিংই নন, শামীম ম্যাচ শেষ করে আসার লক্ষ্য স্থির করেছেন, ‘আমি আসলে যে জায়গায় ব্যাটিং করি সেখান থেকে কোন রান সেটা করা যায় না। টিমের পরিস্থিতি অনুযায়ীই আমাকে ব্যাটিংয়ে নামানো হবে। আমার লক্ষ্য হচ্ছে যেখানেই ব্যাটিং করি ম্যাচটা যেন শেষ করে আসতে পারি।’

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়