ঢাকা     বুধবার   ০৩ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৯ ১৪৩১

প্রথম ম্যাচে সিলভার, দ্বিতীয় ম্যাচে গোল্ডেন ডাক মারলেন রোহিত

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০১, ১৪ জানুয়ারি ২০২৪  
প্রথম ম্যাচে সিলভার, দ্বিতীয় ম্যাচে গোল্ডেন ডাক মারলেন রোহিত

চৌদ্দ মাস পর টি-টোয়েন্টিতে ফেরাটা সুখকর হচ্ছে না রোহিত শর্মার জন্য। ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষের সিরিজের প্রথম ম্যাচে দুইবল মোকাবিলা করে আউট হয়েছিলেন। অর্থাৎ সিলভার ডাক মেরেছিলেন।

আজ রোববার (১৪ জানুয়ারি) ইন্দোরে আবারও ডাক মারলেন তিনি। এবার অবশ্য গোল্ডেন ডাক মেরেছেন। আফগানিস্তানের ছুড়ে দেওয়া ১৭৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে প্রথম বলেই আউট হয়ে যান তিনি। পঞ্চম বলে ফজল হক ফারুকি বোল্ড করেন রোহিতকে। আক্রমণাত্মক ঢংয়ে ফারুকিকে উড়িয়ে মারতে চেষ্টা করেছিলেন রোহিত। বুলেট গতির বল তার ব্যাটের নিচ দিয়ে গিয়ে স্ট্যাম্প এলোমেলো করে দেয়।

এটা ছিল আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তার দ্বাদশ ডাক। আর একটি ডাক মারলেই তিনি ছুঁয়ে ফেললেন সবচেয়ে বেশি ডাক মারা আয়ারল্যান্ডের পল স্টার্লিংকে। যিনি ১৩টি ডাক মেরেছেন।

ওয়ানডে বিশ্বকাপে টি-টোয়েন্টি মেজাজে দুর্দান্ত ব্যাটিং করা রোহিত ১৪ মাস পর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ফিরে রীতিমতো ধুঁকছেন। ব্যাক টু ব্যাক ডাক মেরে তিনি নিশ্চয়ই বিরক্ত। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে তিনি ছন্দে ফিরবেন, অন্তত তার ভক্ত-সমর্থকদের তেমনটাই প্রত্যাশা।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়