ঢাকা     বুধবার   ০৩ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৯ ১৪৩১

ভোটের মাঠে ‘ব্যাট’ হারালেন ইমরান খান

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:০৫, ১৪ জানুয়ারি ২০২৪  
ভোটের মাঠে ‘ব্যাট’ হারালেন ইমরান খান

আগামী মাসে পাকিস্তানের অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচন। যেখানে লড়বে সাবেক ক্রিকেটার ও প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। তবে ইমরান খান আছেন কারাবন্দী।

এদিকে আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে তেহরিক-ই-ইনসাফ তাদের নিজস্ব প্রতীক ক্রিকেট ব্যাট রাখতে চেয়েছিল। কিন্তু নির্বাচন কমিশন সেটাতে অনুমোদন দেয়নি। এরপর ইমরান খানের দল বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টে যায়। কিন্তু দেশটির শীর্ষ আদালত তাদের এমন চাওয়াকে নাকচ করে দেয়। তাই নির্বাচনের আগে বিরাট ধাক্কাই খেলো ইমরান খানের দল। জাতীয় অনুপ্রেরণার প্রতীক ব্যাটই থাকছে তাদের নামের পাশে।

এখন পিটিআই’র নেতাদের নিজ নিজে প্রতীক নিয়ে নির্বাচন করতে হবে। সেক্ষেত্রে জয়ী হতে অনেক কাঠখড় পোড়াতে হতে পারে ইমরান খানের দলকে। ভোটাররাও হবে দ্বিধাগ্রস্ত।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়