শেষ বলে নাটকীয় জয় পেলো শ্রীলঙ্কা
বৃষ্টি বিঘ্নিত ম্যারম্যারে ওয়ানডে সিরিজের পর টি-টোয়েন্টি সিরিজ শুরু হলো দারুণ রোমাঞ্চ দিয়ে। রোববার (১৪ জানুয়ারি) রাতে কলম্বোতে জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কার মধ্যকার প্রথম টি-টোয়েন্টিটি গড়ালো শেষ বল পর্যন্ত। অবশ্য শেষ বলে নাটকীয় জয় পেয়েছে শ্রীলঙ্কা।
আগে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ১৪৫ রান করে জিম্বাবুয়ে। জবাবে শেষ বলে ২ রান নিয়ে জয় নিশ্চিত করে লঙ্কানরা। তাতে সিরিজে এগিয়ে যায় ১-০ ব্যবধানে।
এদিন নিয়ন্ত্রিত বোলিং করে শ্রীলঙ্কাকে দারুণ চাপে রেখেছিল জিম্বাবুয়ে। তাতে ৮৩ রান তুলতেই তারা হারিয়ে বসে ৬ উইকেট। কিন্তু অভিজ্ঞ অ্যাঞ্জেলো ম্যাথুজ ও দাসুন শানাকা দৃঢ়তা দেখিয়ে ম্যাচটি বের করে আনেন। ম্যাথুজ ৩৮ বলে ৫ চার ও ১ ছক্কায় করেন ৪৬ রান। আর শানাকা ৪ চারে অপরাজিত থাকেন ২৬ রানে। তারা দুজন বল ও রানের ব্যবধান কমিয়ে জয়টা নাগালে আনেন।
জিততে শেষ ওভারে ১৪ রান প্রয়োজন ছিল শ্রীলঙ্কার। ব্লোসিং মুজারাবানির প্রথম দুই বলে ম্যাথুজ দুটি চার মেরে সহজ করে ফেলেন। অবশ্য তৃতীয় বল ডট দিয়ে চতুর্থ বলে ম্যাথুজের উইকেট তুলে নেন এই পেসার। তাতে জিততে শেষ দুই বলে প্রয়োজন ছিল ৬ রান। নতুন ব্যাটসম্যান দুষ্মান্থে চামিরা পঞ্চম বলে চার মেরে আশা বাঁচিয়ে রাখেন। আর শেষ বলটি ডিপ মিডউইকেটে ঠেলে দিয়ে ২ রান নিয়ে জয় নিশ্চিত করেন।
সিকান্দার রাজা বল হাতে ৪ ওভারে মাত্র ১৩ রান দিয়ে ৩টি উইকেট নেন। মুজারাবানি ৩৩ রান দিয়ে নেন ২টি উইকেট।
তার আগে ১৪৩ রানের ইনিংসে রাজা একাই করেন ৬২ রান। ৫টি চার ও ২ ছক্কায় ইনিংসটি সাজান তিনি। এছাড়া তিনাশে কামুনহুকামউয়ি ১ চার ও ২ ছক্কায় করেন ২৬ রান। বাকিদের কেউ ১৪ রানের বেশি করতে পারেনি।
বল হাতে শ্রীরঙ্কার মাহিশ থিকশানা ও ওয়ানিন্দু হাসারাঙ্গা ২টি করে উইকেট নেন। ম্যাচসেরা হন ম্যাথুজ।
ঢাকা/আমিনুল