ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম রাউন্ডেই বিদায় উইম্বলডন চ্যাম্পিয়নের

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৩, ১৫ জানুয়ারি ২০২৪   আপডেট: ১২:১৫, ১৫ জানুয়ারি ২০২৪
অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম রাউন্ডেই বিদায় উইম্বলডন চ্যাম্পিয়নের

শুরুতেই মেয়েদের এককে অঘটন দেখলো অস্ট্রেলিয়ান ওপেন। উইম্বলডন চ্যাম্পিয়ন মারকেতা ভন্দ্রুসোভাকে হারিয়ে চমক দেখিয়েছেন ইউক্রেনের অবাছাই খেলোয়াড় দায়ানা ইয়াস্ত্রেমস্কা। দায়ানা ইয়াস্ত্রেমস্কার ৬-১ ও ৬-২ গেমে হেরেছেন ভন্দ্রুসোভা।

মেলবোর্নের কোর্টে খেলতে নেমে নিজের প্রথম সার্ভিস গেমটাই হারেন ভন্দ্রুসোভা। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেননি। এ হারের পেছনে অবশ্য ইনজুরির দায় এড়ানো যায় না। গত সপ্তাহে অ্যাডিলেড ইন্টারন্যাশনালে গা গরমের ম্যাচে চোট নিয়ে খুঁড়িয়ে মাঠ ছেড়েছিলেন ভন্দ্রুসোভা। সেটাই কাল হয়ে দাঁড়িয়েছে।

ম্যাচটি শেষ হয়েছে মাত্র ৩১ মিনিটে। ম্যাচ শেষে ইউক্রেনিয়ান খেলোয়াড় ইয়াস্ত্রেমস্কা বলেন, ‘আজকের ম্যাচটা দারুণ ছিল। (শুরুতে) আমি কিছুটা নার্ভাস ছিলাম। কিন্তু আমি নিজের খেলাটা উপভোগ করতে চেয়েছি। আজ গ্যালারি থেকেও বেশ ভালো সমর্থন পেয়েছি।’

আরো পড়ুন:

উল্লেখ্য, গত বছরের ১৫ জুলাই উইম্বলডনের ফাইনালে উনস জাবিরকে হারিয়ে ইতিহাস রচনা করেন মারকেতা ভন্দ্রুসোভা। টেনিসের উন্মুক্ত যুগে প্রথম অবাছাই নারী হিসেবে উইম্বলডন জয়ের রেকর্ড গড়েন চেক প্রজাতন্ত্রের ২৪ বছর বয়সী এই খেলোয়াড়।

ঢাকা/বিজয়

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়