ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

আরও এক বার্সা তারকাকে দলে ভেড়াবে মায়ামি

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫৩, ১৫ জানুয়ারি ২০২৪   আপডেট: ২২:৫৫, ১৫ জানুয়ারি ২০২৪
আরও এক বার্সা তারকাকে দলে ভেড়াবে মায়ামি

লিওনেল মেসি যোগ দেওয়ার পর বদলে গেছে ইন্টার মায়ামি। আর্জেন্টাইন অধিনায়কের পথ ধরে তার সতীর্থরা যেভাবে যোগ দিতে শুরু করেছেন, তাতে সমালোচকরা মায়ামিকে বার্সেলোনার যুক্তরাষ্ট্র শাখা হিসেবে আখ্যা দিচ্ছে।

মেসি যাওয়ার পর ইতোমধ্যে সার্জিও বুসকেটস, জর্ডি আলবা ও লুইস সুয়ারজে যোগ দিয়েছেন মায়ামিতে। নতুন মৌসুমকে সামনে রেখে আরও এক সাবেক বার্সা তারকাকে দলে নিতে তোড়জোর শুরু করেছে। তিনি হলেন মিডফিল্ডার ফিলিপে কুতিনহো।

ব্রাজিলিয়ান এই তারকা ২০১৮ সালে লিভারপুল থেকে বার্সেলোনায় যোগ দেন। পাঁচ বছর পর তাকে দলে নেয় অ্যাস্টন ভিলা। বর্তমানে তিনি কাতারের ক্লাব আল দুহাইলে আছেন ধারে। যেখানে তিনি এই মৌসুম থাকবেন। অবশ্য তিনিও ভবিষ্যত ভাবনায় নতুন ক্লাবে যোগ দিতে চেষ্টা করছেন।

আরো পড়ুন:

জানা গেছে, সেই সুযোগে কুতিনহোকে দলে নিতে চেষ্টা শুরু করেছে মায়ামি। অ্যাস্টন ভিলাও আগ্রহ দেখিয়ে কথা চালাচালি শুরু করেছে।

মায়ামি মিডফিল্ডে তাদের শক্তিমত্তা আরও বাড়াতে চাচ্ছে। সে কারণেই তারা কুতিনহোকে দলে নিতে চাচ্ছে।

মায়ামি নতুন বছর শুরু করবে কিছু প্রীতি ম্যাচ ও সফর দিয়ে। যার মাধ্যমে তারা তাদের দলের শক্তিমত্তা ও ফাইন টিউনিং করে মাঠে নামবে মেজর লিগ সকারের শিরোপা জিততে।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়