ঢাকা     শনিবার   ২৩ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৮ ১৪৩১

ফিফা দ্য বেস্ট: কে কোন পুরস্কার জিতলেন

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৯, ১৬ জানুয়ারি ২০২৪  
ফিফা দ্য বেস্ট: কে কোন পুরস্কার জিতলেন

লন্ডনে সোমবার রাতে অনুষ্ঠিত হলো ফিফা দ্য বেস্ট-২০২৩ এর অনুষ্ঠান। আরলিং হালান্ডকে টাইব্রেকিং পদ্ধতিতে পেছনে ফেলে আবারও ফিফার বর্ষসেরা খেলোয়াড় হয়েছেন লিওনেল মেসি। যার তার টানা দ্বিতীয় এবং সব মিলিয়ে তৃতীয়।

এবার চলুন এক নজরে দেখে নেওয়া যাক কে কোন পুরস্কার জিতেছে।

ফিফা দ্য বেস্ট (পুরুষ): লিওনেল মেসি।
ফিফা দ্য বেস্ট (নারী): আইতানা বোনমাতি।

আরো পড়ুন:

সেরা গোলরক্ষক (পুরুষ): এন্ডারসন।
সেরা গোলরক্ষক (নারী): ম্যারি ইয়ার্পস।

বর্ষসেরা কোচ (পুরুষ): পেপ গার্দিওলা।
বর্ষসেরা কোচ (নারী): সারিনা উইয়েগম্যান।

ফিফা পুসকাস অ্যাওয়ার্ড: গুইলহেরমে মাদরুগা।

বর্ষসেরা ফ্যান: হুগো দানিয়েল ‘টোটো’ ইনগুয়েজ।

ফেয়ার প্লে অ্যাওয়ার্ড: ব্রাজিল জাতীয় ফুটবল দল।

ফিফা বিশেষ পুরস্কার: মার্তা ভিয়েইরা দ্যা সিলভা (ব্রাজিল)

বর্ষসেরা একাদশ (পুরুষ):
থিবাউট কোর্তোয়া (রিয়াল মাদ্রিদ), জন স্টোনস (ম্যানচেস্টার সিটি), কাইল ওয়াকার (ম্যানচেস্টার সিটি), রুবেন ডায়াস (ম্যানচেস্টার সিটি), বার্নার্ডো সিলভা (ম্যানচেস্টার সিটি), জুদে বেলিংহ্যাম (রিয়াল মাদ্রিদ), কেভিন ডি ব্রুইন (ম্যানচেস্টার সিটি), আরলিং হালান্ড (ম্যানচেস্টার সিটি), কিলিয়ান এমবাপ্পে (পিএসজি), লিওনেল মেসি (ইন্টার মিয়ামি) ও ভিনিসিয়াস জুনিয়র (রিয়াল মাদ্রিদ)।

বর্ষসেরা একাদশ (নারী):
মেরি ইয়ারপস (ম্যানচেস্টার ইউনাইটেড), লুসি ব্রোঞ্জ (বার্সেলোনা), ওলগা কারমোনা (রিয়াল মাদ্রিদ), অ্যালেক্স গ্রিনউড (ম্যানচেস্টার সিটি), আইতানা বনমতি (বার্সেলোনা), এলা টুন (ম্যানচেস্টার ইউনাইটেড), কেইরা ওয়ালশ (বার্সেলোনা), লরেন জেমস (চেলসি), স্যাম কের (চেলসি), অ্যালেক্স মরগান (সান দিয়েগো ওয়েভ) ও অ্যালেসিয়া রুশো (ম্যানচেস্টার ইউনাইটেড)।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়