আবাহনীর জয়ের দিনে আরেক আবাহনীকে হারালো মোহামেডান
ফেডারেশন কাপের গ্রুপপর্বের ম্যাচে বড় জয় পেয়েছে ঢাকা আবাহনী লিমিটেড। তারা ৬-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়নকে। অন্যদিকে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে শুরুতে পিছিয়ে পড়েও ২-১ ব্যবধানে জয় পেয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব।
‘বি’ গ্রুপের গ্রুপের ম্যাচে এদিন ম্যাচের ১৪ মিনিটে পিছিয়ে পাড়ে মোহামেডান। এ সময় আজিজ আবোলাজি আবু গোল করে এগিয়ে নেন চট্টগ্রাম আবাহনীকে। তবে বিরতিতে যাওয়ার আগেই সমতা ফেরায় মতিঝিলের দলটি। ৪৫+৩ মিনিটের মাথায় জাফর ইকবালের গোলে ফেরে সমতা। আর বিরতির পর ৫৫ মিনিটে মোজাফফর মোজাফফরভ গোল করে এগিয়ে নেন দলকে। শেষ পর্যন্ত তার গোলেই পার্থক্য গড়ে দেয় ম্যাচের।
এদিকে কিংস অ্যারেনায় ‘বি’ গ্রুপের অপর ম্যাচে ব্রাদার্সের বিপক্ষে আবাহনীর প্রথমার্ধে ২ গোল পেলেও দ্বিতীয়ার্ধে পায় আরও ৪ গোল। তাদের এমন বড় জয়ে হ্যাটট্রিক করেছেন ওয়াশিংটন ব্রান্দাও ডি সান্তোস। তিনি ম্যাচের ৩১, ৭১ ও ৭৩ মিনিটে গোল তিনটি করেন। স্টুয়ার্ট কর্নেলিয়াস ম্যাচের ৮৩ ও ৮৬ মিনিটে জোড়া গোল করেন। আর ১৫ মিনিটের সময় গোল উৎসবের সূচনা করেছিলেন নাবীব নেওয়াজ জীবন।
গ্রুপপর্বের পরের ম্যাচে চট্টগ্রাম আবাহনীর মুখোমুখি হবে ঢাকা আবাহনী। আর ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে লড়বে মোহামেডান।
ঢাকা/আমিনুল