ঢাকা     শনিবার   ০৫ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ২০ ১৪৩১

অজি পেসারদের তোপে ১৮৮ রানেই শেষ ক্যারিবীয়দের প্রথম ইনিংস

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৩, ১৭ জানুয়ারি ২০২৪   আপডেট: ১২:৩২, ১৭ জানুয়ারি ২০২৪
অজি পেসারদের তোপে ১৮৮ রানেই শেষ ক্যারিবীয়দের প্রথম ইনিংস

ওয়েস্ট ইন্ডিজের সময়টা মোটেই ভালো যাচ্ছে না। অস্ট্রেলিয়া সিরিজ দিয়ে ঘুরে দাঁড়াতে চেয়েছিলেন তাদের অধিনায়ক ক্রেইগ ব্রাথওয়েট। তবে মুখের কথা মাঠের ক্রিকেটে ফলাতে পারলেন না তারা। অ্যাডিলেডে প্রথম টেস্টের প্রথম ইনিংসে প্যাট কামিন্স ও জশ হ্যাজলেউডের তোপে ১৮৮ রানেই গুটিয়ে গেছে ক্যারিবীয়রা।

কামিন্স ও হ্যাজেলউডের বোলিংয়ে দাঁড়াতেই পারলেন না ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা। দলের পক্ষে একমাত্র ফিফটি এসেছে কার্ক ম্যাকেঞ্জির ব্যাট থেকে। দ্বিতীয় সর্বোচ্চ ৩৬ রান করেছেন অভিষিক্ত পেসার শামার জোসেফ। 

বুধবার (১৭ জানুয়ারি) টস জিতে ব্যাটিং বেছে নেন ক্যারিবীয় দলনেতা ব্রাথওয়েট। ব্যাটিং করতে নেমে অজি পেসারদের গতির কোনো জবাব ছিলো না ওয়েস্ট ইন্ডিজের সামনে। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। প্রথম সেশনে মাত্র ৬৭ রান তুলতেই নেই তিন উইকেট। 

আরো পড়ুন:

দ্বিতীয় সেশনেও সুবিধা করতে পারেনি উইন্ডিজ ব্যাটসম্যানরা। এই সেশনে ১১০ রান তোলে উইন্ডিজ। বিনিময়ে খোয়াতে হয় পাঁচ উইকেট। দলের নয় ব্যাটসম্যানই আউট হয়েছেন ২০ রানের কোটা পার হওয়ার আগে।  এর মধ্যে চারজনের রানের সংখ্যা আবার মোবাইলের ডিজিটের ঘরে আটকে ছিলো!

আর দিনের শেষ সেশনের শুরুতেই বাকি উইকেটটি হারালে ১৮৮ রানেই অলআউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। ৯৪ বলে ৭ চারের মারে ৫০ রান করেন ম্যাকেঞ্জি। শামার ৩৬ রান করেন ৪১ বল খেলে। তার ইনিংসে ছিলো ৩ চার ও ১ ছয়ের মার।

অস্ট্রেলিয়ার পক্ষে হ্যাজেলউড ও কামিন্স ৪টি করে এবং মিচেল স্টার্ক ও নাথান লায়ন ১টি করে উইকেট শিকার করেন।

সংক্ষিপ্ত স্কোর:
ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ৬২.১ ওভারে ১৮৮ (ম্যাকেঞ্জি ৫০, শামার জোসেফ ৩৬, রোচ ১৭, আলজারি জোসেফ ১৪, অ্যাথানেজ ১৩, ব্রাফেট ১৩, হজ ১২; কামিন্স ৪/৪১, হ্যাজলউড ৪/৪৪, লায়ন ১/৩৬, স্টার্ক ১/৩৭)।

ঢাকা/বিজয়


সর্বশেষ

পাঠকপ্রিয়