ঢাকা     শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ১ ১৪৩১

সাত বীরশ্রেষ্ঠের ভাস্কর্যের সামনে বিপিএলের ট্রফি উন্মোচন

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪৩, ১৭ জানুয়ারি ২০২৪  
সাত বীরশ্রেষ্ঠের ভাস্কর্যের সামনে বিপিএলের ট্রফি উন্মোচন

এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শুরু থেকে আয়োজকরা নানাভাবে চেষ্টা করছে নজরে আসার। এবার অনেক আগে রিকশা পেইন্টের আদলে তৈরি করা হয়-২০২৪ বিপিএলের লোগো। যা বেশ ভালোভাবেই মনে ধরেছে ক্রিকেটপ্রেমিদের।

বল মাঠে গড়ানোর দুদিন আগে ট্রফি উন্মোচনে ভিন্নতা দেখি আরও একবার করতালি পেয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিল। ঢাকা সেনানিবাসে সাত বীরশ্রেষ্ঠের ভাস্কর্যের সামনে দাঁড়িয়ে বুধবার বিপিএলের ট্রফি উন্মোচন করেন বিপিএলের দলগুলোর অধিনায়কেরা। যদিও ট্রফি উন্মোচনে ছিলেন না সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। দলের প্রতিনিধি হয়ে ছিলেন সহ-অধিনায়ক মোহাম্মদ মিঠুন। এছাড়া বরিশালের তামিম, খুলনা এনামুল, কুমিল্লার লিটন, রংপুরের সোহান, ঢাকার মোসাদ্দেক ও চট্টগ্রামের শুভাগত ট্রফি উন্মোচন করেন।

বিসিবির পাঠানো ভিডিও বার্তায় দেখা যায়, প্রত্যেকে নিজ দলের অধিনায়ক হিসেবে পরিচিত করানোর পর দলের স্লোগান দিচ্ছেন।

আরো পড়ুন:

১৯ জানুয়ারি থেকে শুরু হচ্ছে বিপিএলের দশম আসর। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধনী দিনে প্রথম ম্যাচে মাঠে নামবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও দুর্দান্ত ঢাকা। দিনের অপর ম্যাচে সন্ধ্যায় মুখোমুখি হবে সিলেট সিক্সার্স-চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ঢাকা, সিলেট ও চট্টগ্রামে ৪৩ দিনে খেলা হবে ৪৬ ম্যাচ।

ইয়াসিন/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়