ঢাকা     শনিবার   ২৩ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৮ ১৪৩১

এবার ‘ডাক’ মেরে শচীনকে ছাড়ালেন কোহলি

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫৫, ১৭ জানুয়ারি ২০২৪  
এবার ‘ডাক’ মেরে শচীনকে ছাড়ালেন কোহলি

তিন ফরম্যাটের ক্রিকেটে পাঁচ শতাধিক ম্যাচ খেলেছেন বিরাট কোহলি। এ পর্যন্ত টি-টোয়েন্টি খেলেছেন ১১৭টি। কিন্তু এর আগে কখনোই তিনি ডাক মারেননি। গোল্ডেন ডাক তো দূরের কথা।

আজ বুধবার (১৭ জানুয়ারি) বেঙ্গালুরুতে আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে গোল্ডেন ডাক মারেন তিনি। যা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তার প্রথম। ফরিদ আহমদের বলে মিড-অফে পুল করতে গিয়ে ভুল করেন ভারতের সাবেক অধিনায়ক। ধরা পড়েন ইব্রাহিম জাদরানের হাতে। কোহলি মাঠে নামার সময় দর্শকরা সমুদ্রের মতো গর্জন তুলেছিলেন। কিন্তু আউট হওয়ার পর গোটা চিন্নাস্বামী স্টেডিয়ামে নেমে আসে পিনপতন নীরবতা।

অবশ্য ১১৩ টেস্ট ও ২৯২ ওয়ানডেতে তিনি ৩৪টি ডাক মেরেছেন। সব ধরনের ক্রিকেটে এটা তার ৩৫তম ডাক। যা ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ। এর আগে ৩৪টি ডাক নিয়ে শচীনের সঙ্গে একই কাতারে ছিলেন তিনি। আজ মাস্টার ব্লাস্টারকে পেছনে ফেললেন ডাক মারার ক্ষেত্রেও।

আরো পড়ুন:

অবশ্য রোহিত শর্মা তাদের থেকে বেশি দূরে নেই। আন্তর্জাতিক ক্রিকেটে ৩৩টি ডাক নিয়ে তিনি আছেন তৃতীয় স্থানে। বীরেন্দর শেবাগ ৩১ ডাক নিয়ে আছেন চতুর্থ স্থানে।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়