ঢাকা     রোববার   ২৯ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১৪ ১৪৩১

দুই ডাকের পর রোহিতের সেঞ্চুরি, পেছনে পড়লেন কোহলি

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১৫, ১৭ জানুয়ারি ২০২৪   আপডেট: ২১:২৮, ১৭ জানুয়ারি ২০২৪
দুই ডাকের পর রোহিতের সেঞ্চুরি, পেছনে পড়লেন কোহলি

চৌদ্দ মাস পর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ফেরাটা সুখকর হয়নি রোহিত শর্মার জন্য। ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষের সিরিজের প্রথম দুই ম্যাচে ডাক মারেন তিনি। তবে তৃতীয় ম্যাচে এসে জ্বলে উঠলেন তিনি।

২২ রানেই ৪ উইকেট হারানো ভারতকে ব্যাট হাতে পথ দেখান তিনি। আর তুলে নেন ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি। যা এই ফরম্যাটে সর্বোচ্চ। চারটি করে সেঞ্চুরি নিয়ে তার পেছনে আছেন গ্লেন ম্যাক্সওয়েল ও সূর্যকুমার যাদব।

রোহিত আজ ৬৪ বল খেলে ১০টি চার ও ৬ ছক্কায় তিন অঙ্কের ম্যাজিক্যাল ফিগারে পৌঁছান তিনি। শেষ পর্যন্ত ৬৯ বল খেলে ১১টি চার ও ৮ ছক্কায় অপরাজিত থাকেন ১২১ রানে।

আরো পড়ুন:

এই ম্যাচে সেঞ্চুরির পথে ৪৪ রান করে ছাড়িয়ে যান সাবেক অধিনায়ক বিরাট কোহলিকে। অধিনায়ক হিসেবে টি-টোয়েন্টিতে কোহলির মোট রান ছিল ১৫৭০। আর আজ সেটা ছাড়িয়ে যান রোহিত। তার মোট রান এখন ১৬৪৭।

তার ঝড়ো সেঞ্চুরি ও ৬ ছক্কা ২ চারে রিংকু সিংয়ের করা ৬৯ রানের ইনিংসে ভর করে ভারত ২১২ রান সংগ্রহ করে। পঞ্চম উইকেট জুটিতে তারা দুজন ১০০ বলে রেকর্ড ১৯০ রান তোলেন। যা ভারতের টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে যেকোনো উইকেটে সর্বোচ্চ।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়