আবারও হাসারাঙ্গার ঘূর্ণিতে জিম্বাবুয়ে দিশেহারা
শ্রীলঙ্কার বিপক্ষের সিরিজে জিম্বাবুয়েকে ভালোই ভুগিয়েছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে তিনি একাই ৭ উইকেট নিয়ে মাত্র ৯৬ রানে অলআউট করেছিলেন সফরকারীদের। এবার টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচেও তার ঘূর্ণিতে দিশেহারা হলো জিম্বাবুয়ে।
আজ বৃহস্পতিবার রাতে কলম্বোতে সিরিজ নির্ধারণী ম্যাচে তারা অলআউট হয়েছে মাত্র ৮২ রানে। দ্বিতীয় ওয়ানডেতে ১৯ রানে রেকর্ড ৭ উইকেট নেওয়া হাসারাঙ্গা আজ ৪ ওভারে ১৫ রান দিয়ে নেন ৪টি উইকেট। এছাড়া অ্যাঞ্জেলো ম্যাথুজ ২ ওভারে ১৫ রানে ২টি ও মাহিশ থিকশানে ৩.১ ওভারে ১৪ রান দিয়ে নেন ২টি উইকেট।
তাদের বোলিং তোপে জিম্বাবুয়ের ৭ জন ব্যাটসম্যান দুই অঙ্কের কোটা ছুঁতে পারেননি। দুইজন মারেন গোল্ডেন ডাক। একজন শূন্যরানে থাকেন অপরাজিত। ব্রিয়ান বেনেট ১২ বলে ৭ চারে করেন সর্বোচ্চ ২৯ রান। শন উইলিয়ামস ১৭ বলে করেন ১৫ রান। এছাড়া তিনাশে কামুনহুকামউয়ি ১ চারে ১২ ও সিকান্দার রাজ ১ চারে করেন ১০ রান। জিম্বাবুয়ের ৮২ রানের ইনিংসে ৯টি চারের মার থাকলেও ছিল না কোনো ছক্কা।
তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে বর্তমানে ১-১ এ সমতা বিরাজ করছে। আজ যারা জিতবে তাদের ঝুলিতে যাবে সিরিজ জয়ের ট্রফি।
ঢাকা/আমিনুল