ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

অস্ট্রেলিয়ান ওপেনে ‘সেঞ্চুরি’ হাঁকিয়ে চতুর্থ রাউন্ডে জকোভিচ

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৭, ২০ জানুয়ারি ২০২৪   আপডেট: ১২:০৬, ২০ জানুয়ারি ২০২৪
অস্ট্রেলিয়ান ওপেনে ‘সেঞ্চুরি’ হাঁকিয়ে চতুর্থ রাউন্ডে জকোভিচ

বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেনে লড়াই হচ্ছে জমজমাট। তাতে ভুগতে হচ্ছে টেনিসের নাম্বার ওয়ান নোভাক জকোভিচকেও। তবে ঠিকই জয় তুলে নিচ্ছেন এই তারকা। এবার নিজের শততম ম্যাচে জয় তুলে চতুর্থ রাউন্ডে পা রাখলেন সার্বিয়ান তারকা। 

তৃতীয় রাউন্ডে জকোভিচের প্রতিপক্ষ ছিল প্রথম রাউন্ডে অ্যান্ডি মারেকে উড়িয়ে দেওয়া টমাস মার্তিন এচেভেরি। শুক্রবার (১৯ জানুয়ারি) তৃতীয় রাউন্ডের ম্যাচে এচেভেরিকে দাঁড়াতেই দেননি ‘জোকার’ খ্যাত সার্বিয়ান তারকা।  

মেলবোর্নের রড লেভার অ্যারেনায় ৩০তম বাছাই এই আর্জেন্টাইনকে ৬-৩, ৬-৩, ৭-৬ (৭-২) গেমে উড়িয়ে দেন র‌্যাঙ্কিংয়ের এক নম্বর তারকা। চতুর্থ রাউন্ডে জোকোভিচ খেলবেন ফ্রান্সের আন্দ্রিয়ো মানারিনো অথবা যুক্তরাষ্ট্রের বেন শেল্টনের বিপক্ষে।

আরো পড়ুন:

এমন ম্যাচে জয় তুলে নিয়ে তৃপ্তির ঢেকুর তুলেছেন অস্ট্রেলিয়ান ওপেনের রেকর্ড ১০ বারের চ্যাম্পিয়ন জকোভিচের কণ্ঠে, ‘এই টুর্নামেন্টে এখন পর্যন্ত এটাই আমার সেরা পারফরম্যান্স।’

পুরুষ এককের সর্বোচ্চ ২৪টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী জকোভিচ ছুটছেন টেনিস ইতিহাসের সর্বকালের গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ডে রাজত্ব করার লক্ষ্য নিয়ে। বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম জিতলেই কিংবদন্তি মার্গারেট কোর্টকে ছাড়িয়ে যাবেন তিনি।

ঢাকা/বিজয়

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়