ঢাকা     রোববার   ১২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

ভারতের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৯, ২০ জানুয়ারি ২০২৪   আপডেট: ১৫:১৮, ২০ জানুয়ারি ২০২৪
ভারতের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে আজ শুরু হচ্ছ এবাংলাদেশের মিশন। নিজেদের প্রথম ম্যাচে ভারতের যুবাদের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি। বাংলাদেশ সময় বেলা দুইটায় ম্যাচটি শুরু হবে।

২০২০ বিশ্বকাপে পচেফস্ট্রুমে শ্বাসরুদ্ধকর ফাইনালে ভারতকে হারিয়ে লাল-সবুজের পতাকা উড়িয়েছিলেন আকবর আলীরা। সেই দক্ষিণ আফ্রিকায় এবার বাংলাদেশের প্রতিনিধি মাহফুজুর রহমান রাব্বি-মারুফ মৃধারা। সেই জয় যে এবারের অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটারদের অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।

কাকতালীয়ভাবে, সেই ফাইনালে হারানো ভারতকে দিয়েই আরেকটি বিশ্বকাপ মিশন শুরু হচ্ছে বাংলাদেশের। ব্লুমফন্টেইনে মাঠে নামবে দুই দল। যুব এশিয়া কাপের সবচেয়ে বেশি পাঁচবারের চ্যাম্পিয়ন ভারত। যেকোনো টুর্নামেন্টে বাংলাদেশের সবচেয়ে বড় বাধাও তারা।

আরো পড়ুন:

ম্যাচের আগে বিশ্বকাপে নিজেদের সেরা ক্রিকেট খেলতে চাওয়ার কথা জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাহফুজুর রহমান, ‘তিনটি প্রস্তুতি ম্যাচ থেকে আমাদের ভালো প্রস্তুতি হয়েছে। আগামীকাল (আজ) আমাদের প্রথম ম্যাচ। আশা করি, আমরা ভালো কিছু করতে পারব। আমাদের পরিকল্পনা হচ্ছে, ম্যাচ ধরে ধরে এগোনো। আমাদের গ্রুপটাও ভালো। আয়ারল্যান্ড-যুক্তরাষ্ট্রও শক্ত প্রতিপক্ষ। আমরা সেরা ক্রিকেটটা খেলতে চাই। চেষ্টা করব যত কম ভুল করা যায়।’ 

বাংলাদেশ একাদশ: মাহফুজুর রহমান রাব্বি (অধিনায়ক), আহরার আমিন (সহ-অধিনায়ক), আশিকুর রহমান শিবলী, জিসান আলম, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, আরিফুল ইসলাম, শিহাব জেমস, শেখ পারভেজ জীবন, রাহাতউদ্দৌল্লা বর্ষণ, ইকবাল হাসান ইমন ও মারুফ মৃধা।

ভারত একাদশ: আদর্শ, কুলকার্নি, সাহারান (সি), মুশির, ধস, মোলিয়া, অবনীশ (উইকেটরক্ষক), অভিষেক, লিম্বানি, তিওয়ারি ও পান্ডে।

ঢাকা/বিজয়


সর্বশেষ

পাঠকপ্রিয়