ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৭ ১৪৩১

নাহিদুলের ঘূর্ণি জাদু

ব্যাট হাতে চ্যালেঞ্জ জানাতে পারেনি চট্টগ্রাম চ্যালেঞ্জার্স  

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২৫, ২০ জানুয়ারি ২০২৪   আপডেট: ২০:৪৭, ২০ জানুয়ারি ২০২৪
ব্যাট হাতে চ্যালেঞ্জ জানাতে পারেনি চট্টগ্রাম চ্যালেঞ্জার্স  

তৃতীয় ওভারে পরপর দুই বলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের দুই ব্যাটারকে ফিরিয়ে লাগাম টেনে ধরেন নাহিদুল ইসলাম। সেই ধাক্কা আর সামলে উঠতে পারেননি সাগরিকা পাড়ের ফ্র্যাঞ্চাইজিটি। তাতে ১২২ রানের সহজ লক্ষ্য পেয়েছে খুলনা টাইগার্স। 

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শনিবার (২২ জানুয়ারি) মুখোমুখি হয় চট্টগ্রাম-খুলনা। জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করা চট্টগ্রামের এটি দ্বিতীয় ম্যাচ হলেও খুলনা নেমেছে প্রথমবার। টস হেরে ব্যাটিং করতে নেমে ১২১ রানে অলআউট হয় চট্টগ্রাম। 

৯ রানে ২ উইকেট হারানোর পর ধীরগতিতে এগোতে থাকে চট্টগ্রাম। হাল ধরতে পারেননি প্রথম দিন ম্যাচ উইনিং ফিফটি হাঁকানো নাজিবুল্লাহ জাদরান (২৪) ও শাহাদাত হোসেন দিপু (২)। 

আরো পড়ুন:

শেষ দিকে ৪০ রান করে কোনো মতে ১০০ পার করেন শহিদুল ইসলাম। তিনিও সঙ্গী হিসেবে পাননি কাউকে। শহিদুল-জাদরান ছাড়া দুই অঙ্কের ঘর পেরোতে পেরেছেন একমাত্র তানজীদ হাসান তামিম। ১৯ রান আসে তার ব্যাট থেকে। আর কোনো ব্যাটার দেখেননি দুই অঙ্কের মুখ। 

মাত্র ১২ রান দিয়ে ৪ উইকেট নেন নাহিদুল। ফাহিম আশরাফের ঝুলিতে জমা হয় ৩ উইকেট। ২ উইকেট নেন ওশান থমাস। ১ উইকেটের দেখা পান নাসুম আহমেদ। 

ঢাকা/রিয়াদ/এনএইচ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়