ঢাকা     শনিবার   ০৬ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২২ ১৪৩১

চোখ নিয়ে সাকিবের ‘সংগ্রাম’ চলছে

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০৮, ২০ জানুয়ারি ২০২৪   আপডেট: ২১:২১, ২০ জানুয়ারি ২০২৪
চোখ নিয়ে সাকিবের ‘সংগ্রাম’ চলছে

আঙুলের চোটের কারণে বিশ্বকাপের মাঝপথে দেশে ফিরতে হয় সাকিব আল হাসানকে। সেই চোট কাটিয়ে শনিবার (২০ জানুয়ারি) বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে ফরচুন বরিশালের বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে ফেরেন সাকিব। আঙুলের চোটের চেয়ে এখন বেশি আলোচনায় তার চোখের সমস্যা। 

নির্বাচনি প্রচারণা শুরুর পর সাকিব নিজেই জানান, বিশ্বকাপ চলাকালে দৃষ্টিতে সমস্যা হচ্ছিল। এমনকি, বিপিএল’র আগমুহূর্তেও চোখের ওই সমস্যার কারণে লন্ডনে চিকিৎসকের শরণাপন্ন হন।

চিকিৎসকের সমস্যার সমাধান হলেও শনিবার মাঠে নামেন রংপুরের জার্সিতে। ফরচুন বরিশালের বিপক্ষে তার ব্যাটে আসে ২ রান। সাকিবের ব্যাটিং ব্যর্থতার পর মাঠে হারে তার দলও। ম্যাচশেষে সংবাদ সম্মেলনে রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান জানান, এখনও দৃষ্টির ওই সমস্যা আছে সাকিবের।

তিনি বলেন, ‘আমার কাছে মনে হয় উনি চোখে ওই জায়গা থেকে স্ট্রাগল করছে শেষ কিছুদিন ধরে। ডাক্তারদের সঙ্গে কথা হচ্ছে। শেষ ডাক্তাররা ভালো বলতে পারবে কোন পরিস্থিতিতে আছে।’ সমস্যা থাকলেও সাকিবের দলের জন্য গুরুত্বপূর্ণ সেটা জানিয়ে সোহানের ভাষ্য, ‘সাকিব ভাই আমাদের দলের জন্য অনেক গুরুত্বপূর্ণ।’

সাকিবের ব্যাটিং ব্যর্থতার মতো রংপুর হারে ৫ উইকেটের ব্যবধানে। বরিশালকে ১৩৫ রানের লক্ষ্য ছুড়ে দেওয়ার পর রংপুর অধিনায়ক মনে করেন, পাওয়ার প্লেতে ভালো করতে পারেনি তার দল। বলেন, ‘পাওয়ার প্লেতে আমরা বাজে ব্যাটিং করছি। উইকেট একটু স্টিকি ছিল, কিন্তু আমার মনে হয় আমরা একটু কিছু ভুল করেছি পরের দিকে।’

ব্যাট হাতে মাত্র দুই রান করা সাকিব অবশ্য বল হাতে খানিকটা ছন্দে ছিলেন। নিজের কোটার পুরোটা বল করে ১৬ রানে দুই উইকেট নেন। সাকিব দারুণ বোলিংয়ের পর জিততে না পারা কারণ হিসেবে সোহান বলেন, ‘আমার কাছে মনে হয় ইম্প্লিমেন্টটা ঠিকমত হয়নি। কিন্তু আলহামদুলিল্লাহ, একটা জুটি ওখানে হয়েছিল দ্রুত উইকেট পড়ার পর।’ হার দিয়ে টুর্নামেন্ট শুরু করায় খুব একটা সমস্যা দেখেন না সোহান। বড় টুর্নামেন্ট হওয়ায় দলের নিয়ে আশাবাদী। তার কথায়, ‘যেহেতু টুর্নামেন্টের একদম শুরুর দিকে, অনেক বড় টুর্নামেন্ট। আমার কাছে মনে হয় সবকিছু ওপেন।’

ঢাকা/রিয়াদ/এনএইচ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়