ঢাকা     মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৯ ১৪৩১

এমবাপ্পের জোড়া গোলে ফ্রেঞ্চ কাপের শেষ ষোলোয় পিএসজি

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৭, ২১ জানুয়ারি ২০২৪  
এমবাপ্পের জোড়া গোলে ফ্রেঞ্চ কাপের শেষ ষোলোয় পিএসজি

চলতি বছরের শুরু থেকেই দুর্দান্ত ফর্মে রয়েছেন প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। একের পর এক ম্যাচে গোল করেই চলছেন। এবার ফ্রেঞ্চ কাপের ম্যাচেও জোড়া গোল করলেন এমবাপ্পে। সেও সঙ্গে এক গোলে করেছেন সহায়তা। তাতে অরলেয়ান্সকে ৪-১ গোলে হারিয়ে ফ্রেঞ্চ কাপের শেষ ষোলোতে উঠে গেছে পিএসজি।

শনিবার (২০ জানুয়ারি) প্রতিপক্ষের মাঠে ম্যাচের শুরুতেই নিজেদের দখলে বল রেখে ষোড়শ মিনিটের মাথায় এগিয়ে যায় পিএসজি। গোল করেন এমবাপ্পে। প্রথমার্ধে এই এক গোলেই সন্তুষ্ট থাকতে হয় পিএসজিকে।

দ্বিতীয়ার্ধে নেমেও নিজেদের আক্রমণের ধারা বজায় রাখে ফরাসি ক্লাবটি। তাতে ৬৩ মিনিটে এমবাপ্পেই পিএসজির পক্ষে ব্যবধান ২-০ করেন। তবে দুই গোল করেই থামেননি এই বিশ্বকাপজয়ী তারকা। গনসালো রামোস ও মাইয়ুলুলের গোলে করেন সহায়তা। আর তাতেই বড় জয় নিয়ে মাঠ ছাড়ে লুইস এনরিকের দল।

আরো পড়ুন:

চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৬ ম্যাচে এমবাপ্পে গোল করেছেন ২৮টি। সঙ্গে আছে ৬টি সহায়তাও। নতুন বছরে এমবাপ্পে যেন আরও দুর্দান্ত। এ বছর ৪ ম্যাচ খেলে এমবাপ্পে গোল করেছেন ৭টি এবং সহায়তা ৪টিতে। অর্থাৎ এ বছর মাত্র ৪ ম্যাচেই ১১ গোলে অবদান রেখেছেন এমবাপ্পে।

ঢাকা/বিজয়


সর্বশেষ

পাঠকপ্রিয়