ঢাকা     মঙ্গলবার   ২৪ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ৯ ১৪৩১

পিছিয়ে পড়েও ‘এক পয়েন্ট’ পেয়ে রক্ষা আর্জেন্টিনার

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৮, ২২ জানুয়ারি ২০২৪   আপডেট: ১৪:৪০, ২২ জানুয়ারি ২০২৪
পিছিয়ে পড়েও ‘এক পয়েন্ট’ পেয়ে রক্ষা আর্জেন্টিনার

অলিম্পিক বাছাইয়ে শুরুটা ভালো হলো না আর্জেন্টিনার। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইয়ে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে প্যারাগুয়ের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে হাভিয়ের মাশচেরানোর দল। পিছিয়ে পড়েও শেষ মুহূর্তে এক পয়েন্ট পেয়েছে তারা। 

ম্যাচের শুরু থেকেই বেশ আক্রমণ করে খেলতে থাকে আর্জেন্টিনা। তবে গোলের দেখা পাচ্ছিলো না। প্রথমার্ধে দুই দলের লড়াই শেষ অয় গোলশূন্য ড্রতে। দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষের ওপর চাপ সৃষ্টির বদলে উল্টো পিছিয়ে পড়ে। ৬৭ মিনিটে প্যারাগুয়ের হয়ে গোল করেন দিয়েগো গোমেজ।

পিছিয়ে পড়ে গোল শোধের জন্য মরিয়া হয়ে ওঠে আর্জেন্টিনা। তাতে ৯০ মিনিটের মাথায় আর্জেন্টিনাকে সমতা এনে দেন লুসিয়ানো গুনদো। ম্যাচের দ্বিতীয়ার্ধে সময়ের আলোচিত তারকা ক্লদিও এচেভেরি নামলেও পূর্ণ তিন পয়েন্ট নিয়ে ফিরতে পারেনি মাশচেরানোর দল।

আরো পড়ুন:

‘বি’ গ্রুপের খেলায় আর্জেন্টিনা-প্যারাগুয়ে ড্র করলেও চিলিকে হারিয়েছে পেরু। লাতিন আমেরিকার ১০টি দেশ দুটি গ্রুপে ভাগ হয়ে অলিম্পিক বাছাই খেলছে। প্রতিটি গ্রুপের সেরা দুটি দল উঠবে চূড়ান্ত পর্বে। সেখানে চার দলের লড়াই শেষে শীর্ষ দুটি দল জায়গা পাবে প্যারিস অলিম্পিকে।

আর্জেন্টিনার পরের ম্যাচ বুধবার। সেদিন পেরুর বিপক্ষে মাঠে নামবে তারা। 

ঢাকা/বিজয়

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়