ঢাকা     শনিবার   ০৬ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২২ ১৪৩১

হিল্টনের ব্যাটে বাংলাদেশকে চ্যালেঞ্জ ছুড়লো আয়ারল্যান্ড

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩২, ২২ জানুয়ারি ২০২৪   আপডেট: ২০:৫৮, ২২ জানুয়ারি ২০২৪
হিল্টনের ব্যাটে বাংলাদেশকে চ্যালেঞ্জ ছুড়লো আয়ারল্যান্ড

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে হেরে যায় বাংলাদেশ। তাতে আয়ারল্যান্ডের বিপক্ষের আজকের ম্যাচটি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়।

এই ম্যাচে টস জিতে আইরিশ যুবাদের ব্যাটিংয়ে পাঠিয়ে শুরুতে ভালোই চেপে ধরেছিল। তাতে মনে হচ্ছিল তাদের দলীয় সংগ্রহ হয়তো ২০০-ও যাবে না। কিন্তু কিয়ান হিল্টনের খেলা অনবদ্য ৯০ রানের ইনিংসে ভর করে বাংলাদেশকে চ্যালেঞ্জিং টার্গেট ছুড়ে দিয়েছে আয়ারল্যান্ড।

৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে তারা করেছে ২৩৫ রান। জিতে টিকে থাকতে বাংলাদেশকে করতে হবে ২৩৬ রান।

হিল্টন ১১৩ বল খেলে ১১টি চার ও ১ ছক্কায় করেন ৯০ রান। তার বাইরে জর্ডান নেইল ৫ চারে করেন ৩১ রান। এছাড়া স্কট ম্যাকবেথ ২৭ ও জন ম্যাকনেলি করেন ২৩ রান। অতিরিক্ত খাত থেকে আসে ২৯ রান।

বল হাতে বাংলাদেশের মারুফ মৃধা ৮ ওভারে ৪৫ রান দিয়ে ২টি উইকেট নেন। শেখ পারভেজ জীবন ১০ ওভারে ১ মেডেনসহ ৫৪ রান দিয়ে নেন ২টি উইকেট। ১টি করে উইকেট নেন রোহানাত দৌল্যা বর্ষণ, রাফি উজ্জামান রাফি ও মাহফুজুর রহমান রাব্বি।

তাদের বোলিং তোপে ১০০ রানের আগেই ৪ উইকেট হারিয়ে বসে আয়ারল্যান্ড। কিন্তু হিল্টন, ম্যাকবেথ ও ম্যাকনেলির ব্যাটে সেখান থেকে ২৩৫ পর্যন্ত যেতে পারে আইরিশরা।

ঢাকা/আমিনুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়