ঢাকা     শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ১ ১৪৩১

বিপিএলে তিন হাজারি ক্লাবে প্রথম তামিম

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০৯, ২২ জানুয়ারি ২০২৪   আপডেট: ২০:২৩, ২২ জানুয়ারি ২০২৪
বিপিএলে তিন হাজারি ক্লাবে প্রথম তামিম

নাসুম আহমেদকে শর্ট থার্ডম্যান অঞ্চলে খেলে সিঙ্গেল নেন তামিম ইকবাল। সঙ্গে সঙ্গে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) প্রথম ব্যাটার হিসেবে তিন হাজারি ক্লাবে নাম লেখান ফরচুন বরিশালের বাঁহাতি এই ওপেনার।

সোমবার (২২ জানুয়ারি) খুলনা টাইগার্সের বিপক্ষে এই কীর্তি গড়েন তামিম। তিনি যখন ব্যাটিংয়ে নামেন, তিন হাজার থেকে ৩৫ রান দূরে ছিলেন। অবশ্য মাইলফলক অর্জনের পর পাঁচ রানের বেশি করতে পারেননি।

৩৩ বলে ৪০ রান করে সাজঘরে ফেরেন তামিম। বিপিএলে ৯১ ম্যাচে ৩৮.০৩ গড়ে তামিমের রান ৩০০৫। সেঞ্চুরি ২টি ও হাফ সেঞ্চুরি ২৫টি। সর্বোচ্চ অপরাজিত ১৪১ রান।

আরো পড়ুন:

তামিমের পর তিন হাজারি ক্লাবের অপেক্ষায় আছেন মুশফিকুর রহিম। এই প্রতিবেদন লেখা পর্যন্ত তার রান ২ হাজার ৯৪৫। এ দুজন ছাড়া তিন হাজারি ক্লাবের আশে পাশে কেউ নেই। তৃতীয় অবস্থানে থাকা মাহমুদউল্লাহ রিয়াদের প্রয়োজন প্রায় ৭০০ রান।

বিপিএলে এই নিয়ে অষ্টম ফ্র্যাঞ্চাইজিতে খেলছেন তামিম। সব মিলিয়ে স্বীকৃত টি-টোয়েন্টিতে ২৪৯ ম্যাচে ৭ হাজার ২২৩ রান করেন বরিশালের অধিনায়ক। আর আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়া এই ব্যাটার ৭৮ ম্যাচে ২৪.০৮ গড়ে করেন ১৭৫৮ রান।

রিয়াদ/আমিনুল


সর্বশেষ

পাঠকপ্রিয়