বাবরকে নিয়ে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় রংপুরের
পাকিস্তানের তারকা ব্যাটসম্যান বাবর আজম বাংলাদেশ প্রিমিয়ার লিগে অংশ নিতে সোমবার রাতে বাংলাদেশে আসছেন। রংপুর রাইডার্সের হয়ে এবারের বিপিএল খেলবেন বাবর। দ্বিতীয়বারের মতো বিপিএলে অংশ নিতে যাচ্ছেন তিনি। এর আগে সিলেট সিক্সার্সের হয়ে বিপিএলের এক আসরে খেলেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক।
বিপিএলের শুরুটা ভালো হয়নি বিগ বাজেটের দল রংপুরের। আরেক বড় তারকা সমৃদ্ধ দল ফরচুন বরিশালের কাছে বড় ব্যবধানে ম্যাচ হেরে যায় তারা। মঙ্গলবার দ্বিতীয় ম্যাচে তাদের প্রতিপক্ষ সিলেট স্ট্রাইকার্স। বাবর আজমকে নিয়ে এই ম্যাচে মাঠে নেমে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ২০১৯ বিপিএলের চ্যাম্পিয়নদের। দলের কোচ আইসিসি র্যাংকিংয়ের সাবেক এক নম্বর ব্যাটসম্যানকে নিয়ে মাঠে নামার অপেক্ষায়, ‘ম্যাচ খেলবেন বাবর আজম। বাবর আজম টি-টোয়েন্টিতে কতটা ভালো ব্যাটসম্যান। এটা তো বলা লাগে না। আমাদের পরিকল্পনা করাই ওইভাবে সে আসবে এবং কোথায় খেলবে এগুলো আগে থেকেই ঠিক করা। এটা তো অবশ্যই দলের জন্য ভালো।’
‘প্রথম ম্যাচে এটা (পরাজয়) হতেই পারে অনেক দলেরই হয়। সেই টিমই ভালো যারা এখান থেকে বাউন্স ব্যাক করতে পারে। প্রথম ম্যাচে আমাদের কোথায় কোথায় ঘাটতি ছিল সেগুলো বের করে এই ম্যাচে নামার চেষ্টা করছি। আমরা আসলে ওই জায়গাগুলো কাভার করে আবার জায়গায় ফিরতে পারি। যেটা হয়ে গেছে সেটা নিয়ে চিন্তা করছি না। আমরা আসলে কালকের ম্যাচ নিয়ে চিন্তা করছি। আমি আশাবাদী আমার ছেলেরা ভালোভাবে ব্যাক করবে।’ – যোগ করেন রংপুরের কোচ।
বাবর আজমকে পাওয়ার উচ্ছ্বাস রংপুর শিবিরে থাকলেও সাকিব আল হাসানকে হারিয়ে তারা ধাক্কা খেয়েছে। চোখের সমস্যায় চিকিৎসা করাতে সাকিব গেছেন সিঙ্গাপুর। বাঁহাতি স্পিন অলরাউন্ডার অন্তত তিন ম্যাচ মিস করবেন। সিঙ্গাপুরে আজ ডাক্তার দেখিয়েছেন। তার চিকিৎসার সব ব্যবস্থা ও দেখভাল এখন বিসিবি করছে বলে জানালেন সোহেল, ‘সাকিব আল হাসানের ব্যাপারটা হচ্ছে বিসিবির মেডিকেল দল এটা এখন দেখছে। এটা ওরা আরও ভালো বলতে পারবে। আসলে আমাদের কোর্টে বল নাই। এখন সমস্তটাই বোর্ড দেখছে। তারা যেভাবে দিক নির্দেশনা দেবে আমরা সেভাবেই দেখবো।’
সাকিবকে ছাড়া দল নিশ্চিতভাবেই একজন অলরাউন্ডারের অভাব অনুভব করবে। তবে স্কোয়াডে বাকি যারা আছে তাদের নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী রংপুরের কোচ, ‘খেলোয়াড়দের ইনজুরিতে থাকতে পারে, চলে যেতে পারে। যতই নাম থাকুক না কেন, রংপুর রাইডার্সের যে ব্যাপারটা আমরা দল হিসেবে খেলতে চাই। প্রত্যেকটা ম্যাচেই ৭-৮ জন খেলোয়াড় ইমপ্যাক্ট রাখবে, পারফরম্যান্স করবে দলকে জেতানোর জন্য। আমরা আসলে দল হিসেবেই খেলতে চাই। চিন্তা করছি কিভাবে দল হিসেবে ভালো খেলতে পারি।’
ইয়াসিন/আমিনুল