ঢাকা     রোববার   ১২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

‘পেসারদের জন্য স্পিনিং উইকেট ছিল’-বলছেন হাসান 

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪৩, ২৩ জানুয়ারি ২০২৪   আপডেট: ২২:৫৭, ২৩ জানুয়ারি ২০২৪

‘পেসারদের জন্য স্পিনিং উইকেট ছিল ( হাসি)। যত গতি কমানো যায় তত ভালো ছিল। পেসে কম্ফোর্টেবল ছিল ব্যাটাররা’ -মিরপুর শের-ই-বাংলার উইকেট নিয়ে এমন মন্তব্য করেন রংপুর রাইডার্সের পেসার হাসান মাহমুদ। 

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চতুর্থ দিনের খেলা মাঠে গড়িয়েছে। মাঠের খেলা নিয়ে কোনো আলোচনার জন্ম দিতে না পারলেও বরাবরের মতো উইকেট নিয়ে কথা চলছে। দিনে-রাতে উইকেটের আচরণ দুইরকম। প্রায় প্রতি ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আসা দলীয় প্রতিনিধিদের মুখোমুখি হতে হচ্ছে উইকেট নিয়ে কঠিন প্রশ্নের। 

মঙ্গলবার (২৩ জানুয়ারি) দিনের প্রথম ম্যাচ শেষে রংপুরের পেসার হাসানকে সংবাদ সম্মেলন সামলাতে হয়েছে উইকেট নিয়ে নানা প্রশ্নে। প্রথম প্রশ্নেই, রাখ-ঢাক না রেখে বলে দিলেন, ‘এই উইকেটে পেসারদের জন্যও স্পিনিং উইকেট ছিল।’

আরো পড়ুন:

রংপুরের বিপক্ষে টস হেরে ব্যাটিং করতে নেমে সিলেট স্ট্রাইকার্স ১২০ রানে অলআউট হয়। রংপুরের তিন স্পিনার মেহেদি হাসান, হাসান মুরাদ ও মোহাম্মদ নবী মিলে ১২ ওভার বোলিং করে ৪ উইকেট নিয়েছেন, রান দিয়েছেন মাত্র ৬৪টি। বাকি ৮ ওভার করেছেন পেসাররা, তারা দিয়েছেন ৫৬ রান। এখানেই পরিস্কার পেস-স্পিনে রান-রেটের পার্থক্য।

অল্পরান তাড়া করতে নেমেও সহজে জিতে মাঠ ছাড়তে পারেনি রংপুর। লঙ্কান লেগ স্পিনার দুশান হেমন্তের ১ ওভারে ৩ উইকেট হারিয়ে ধুঁকছিল ফ্র্যাঞ্চাইজিটি। এরপর বাবর আজম-আজমতুল্লাহ ওমরজাইয়ের ৬৮ বলে ৮৬ রানের জুটিতে জয় নিয়ে মাঠ ছাড়ে তারা। দুজনে স্পিন রক্ষণাত্মক ভঙ্গিতে খেললেও পেস খেলেছেন সাবলীলভাবে। হাসানের মন্তব্যে স্পষ্ট স্পিনাররা সুবিধা পাচ্ছেন বেশ।

এমন উইকেটে যদি সাকিব আল হাসান খেলতো তাহলে ১২০ রানের আগেই সিলেট অলআউট হতো বলে মন্তব্য করেন হাসান। চোখের সমস্যার কারণে সাকিব খেলছেন না।

‘অবশ্যই ভালো হতো (সাকিব থাকলে)। উনি থাকলে একটা বাড়তি চাপতো থাকেই (প্রতিপক্ষের প্রতি)। সেটা আসলে বাবর আজম কাভার করে দিয়েছেন। সেক্ষেত্রে ১২০ এর নিচে অলআউট করা সম্ভব হতো। ভালো জায়গায় বল করলে… ব্যাটাররা ভুল করলে তাড়াতাড়ি অলআউট হবে অবশ্যই।’

উইকেট ভালো হলে ব্যাটারদের জন্য ভালো হতো বলেও মন্তব্য করেন হাসান, ‘ভালো উইকেট হলে অবশ্যই আমাদের ব্যাটারদের জন্য ভালো। আমরা বড় স্কোর করতে পারবো। বোলিং যদি আমাদের এক্সিকিউশন ভালো হয়, কম রানে ডিফেন্ড করতে পারবো।’

প্রথম ম্যাচে হারের পর জয় তুলে নিয়েছে রংপুর। হাসানের চাওয়া এই ধারাবাহিকতা ধরে রাখা, ‘আসলে মোমেন্টামটা দরকার ছিল। আজকে জেতার পর আমরা ওই মোমেন্টামটা পেয়েছি। এটা কন্টিনিউ করবো ইনশাল্লাহ।’ 

রিয়াদ/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়